Purba Bardhaman News: পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ রামটহল পার্ক এলাকায়, ঘুরে দেখল পুরসভা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রামটোহল পার্ক এলাকার পুকুর ভরাট করে চলছে অবৈধ নির্মাণ। এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন ধরেই স্থানীয় নেতাকর্মীরা এই নির্মাণ চালিয়ে যাচ্ছে। গত এক বছর আগে বর্ধমান পৌরসভায় জানিয়েও কোনো কাজ হয়নি।
#পূর্ব বর্ধমান : বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রামটোহল পার্ক এলাকার পুকুর ভরাট করে চলছে অবৈধ নির্মাণ। এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন ধরেই স্থানীয় নেতাকর্মীরা এই নির্মাণ চালিয়ে যাচ্ছে। গত এক বছর আগে বর্ধমান পৌরসভায় জানিয়েও কোনো কাজ হয়নি। সামনেই বস্তি আর সেখানে এটি একমাত্র জলাশয়। দীর্ঘদিন ধরে আস্তে আস্তে ভরাট হচ্ছে এই জলাশয়টি। জলাশয়ের জল শুকিয়ে যাচ্ছে ক্রমশ। স্থানীয় বাসিন্দারাদের একাংশের অভিযোগ, এই পুকুর ভরাট করে পুকুর বিক্রি করে দিয়ে সেখানে বড় বড় বিল্ডিং করা প্ল্যান করা হচ্ছে।
ইতিমধ্যেই সেখানে তিন চারটি বাড়ি নির্মান হয়ে গিয়েছে। তাদের দাবি, যদি এই পুকুর ভরাট হয় তাহলে পাড়ায় আগুন লেগে গেলে কোথায় জল আনতে যাবেন তাঁরা? স্থানীয় এক তৃণমূল কর্মী আসিফ তিনি জানিয়েছেন, আমাদের কাছে কোন রকম অভিযোগ নেই। এরকম অভিযোগ আসলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন সজল ধারা এবং জল ধরো জল ভরো প্রকল্পের কথা।
advertisement
আরও পড়ুনঃ আজও নিষ্ঠা ভরে পুজো হয় তকিপুরের বড়ো মা কালীর
কিন্তু এভাবে যদি পুকুরকে ভরাট করা হয় তাহলে প্রশাসনিক দিক থেকে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে জানাবো যাতে কেউ পুকুর ভরাট করে বাড়ি না করতে পারে। অন্যদিকে বর্ধমান পৌরসভায় চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, শুধু তিন নম্বর নয় ৩৫ টি ওয়ার্ডের মধ্যে যদি এরম কোন ঘটনা ঘটে আমরা অবিলম্বে তার ব্যবস্থা নেব। এই খবর করার পরই পৌরসভার চেয়্যারম্যান বর্ধমান দক্ষিণের বিধায়ককে নিয়ে যান পুকুর পরিদর্শনে।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
October 20, 2022 7:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ রামটহল পার্ক এলাকায়, ঘুরে দেখল পুরসভা