আরও পড়ুন: দূষণমুক্ত সমাজ গড়তে পড়ুয়াদের হাতে-কলমে প্রশিক্ষণ
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বনপুর গ্রামে বাড়ি মৃত শিশুটির। সূত্রের খবর, সকালে মা সংসারের কাজ করছিল। সেই সময় খেলতে খেলতে সে হঠাৎ চোখের আড়ালে চলে যায়। জুয়েনা রাফা খাতুন নামে ছোট্ট শিশুটি এরপর জল ঘাঁটার জন্য বাথরুমে ঢুকে পড়ে। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, সে খুব জল ঘাঁটতে ভালবাসত। সেই সময়ই কোনভাবে জলভর্তি বালতির মধ্যে পড়ে যায়। কয়েক মিনিট পর তার এক পরিজন বাথরুমে ঢুকে শিশুটির মাথা বালতির ভেতর এবং ছোট্ট দুই পা উপরের দিকে উঠে থাকা অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাকে ওই বালতি থেকে তুলে মন্তেশ্বর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
ছোট্ট জুয়েনার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তার পরিজনরা। তার মা বুকফাটা বিলাপ করতে থাকেন। এদিকে শিশুটির অস্বাভাবিক মৃত্যু হওয়ায় নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য তার দেহ বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।