এ বিষয়ে পুলিশ সুপার জানান, থানার উদ্যোগে লাগানো হল সিসিটিভি। মূলত থানা এলাকায় ঘটে যাওয়া ক্রাইম অনেকটাই কমবে। এই সিসিটিভিগুলিকে অ্যানুয়ালি মেনটেন্যান্স করবে পৌরসভা। ১৩৮টা সিসিটিভি লাগানো হয়েছে কালনা শহরের আনাচে কানাচে।
আরও পড়ুনঃ নার্সিংয়ের চাকরি করা নিয়ে আপত্তি স্বামীর, মারধর স্ত্রী ব্রততীকে
এই ১৩৮ টি ক্যামেরাকে মনিটর করবে অর্থাৎ নজরদারি চালাবে চার সিভিক ভলেন্টিয়ার। তাঁদের এ বিষয়ে দেওয়া হয়েছে উপযুক্ত ট্রেনিংও। কালনা থানায় বসে কালনা শহরে নজরদারি চালাবে এই চার সিভিক ভলেন্টিয়ার। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই গোটা বর্ধমান শহর কে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
advertisement
আরও পড়ুনঃ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা পূর্ব বর্ধমানে
ফলে বর্ধমান শহরের অপরাধমূলক কাজকর্ম কিছুটা হলেও বন্ধ করা গেছে। আর এরই মধ্যে কালনায় বসানো হল সিসি ক্যামেরা। আর এরপর জেলা পুলিশের লক্ষ্য গুসকরা। গুসকরাবাসীকেও নিরাপত্তা দিতে বসানো হবে সিসি ক্যামেরা।
Malobika Biswas