Purab Bardhaman: নার্সিংয়ের চাকরি করা নিয়ে আপত্তি স্বামীর, মারধর স্ত্রী ব্রততীকে

Last Updated:

নার্সের চাকরি করা নিয়ে রেণু খাতুনের মতোই স্বামীর চরম নির্যাতনের শিকার হল আর এক নার্স ব্রততী। নার্সিংয়ের চাকরি করা নিয়ে কঠোর আপত্তি জানিয়ে স্বামী রাহুল মিশ্র তাঁর স্ত্রী ব্রততীকে মারধর করে প্রাণে মারার চেষ্টা করে।

পূর্ব বর্ধমান: নার্সের চাকরি করা নিয়ে রেণু খাতুনের মতোই স্বামীর চরম নির্যাতনের শিকার হল আর এক নার্স ব্রততী। নার্সিংয়ের চাকরি করা নিয়ে কঠোর আপত্তি জানিয়ে স্বামী রাহুল মিশ্র তাঁর স্ত্রী ব্রততীকে মারধর করে প্রাণে মারার চেষ্টা করে । এমন কি স্ত্রীর ব্রততীর নার্সিংয়ের চাকরির সংক্রান্ত যাবতীয় কাগজপত্রও ছিড়ে ফেলে দেন । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার জোতরামে । তবে নার্সিংয়ের কাজ করতে চাওয়া স্ত্রীর উপর এমন নির্যাতন চালিয়ে রেহাই পায়নি রাহুল মিশ্র । স্ত্রী ব্রততী চট্টরাজ মিশ্র ও তার বাবার বাড়ির লোকজনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শক্তিগড় থানার পুলিশ শনিবার সকালে বাড়ি থেকে রাহুল মিশ্রক গ্রেফতার করে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। পুলিশ এদিনই ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে ।
বিচারক ধৃতকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে আগামী মঙ্গলবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন । পরিবারের দাবি, মহিলাকে মারধরের পাশাপাশি চাকরির আবেদন সংক্রান্ত কাগজপত্রও ছিঁড়ে দিয়েছে অভিযুক্ত স্বামী। শক্তিগড় থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন নির্যাতিতা স্ত্রী। অভিযোগের ভিত্তিতে স্বামী রাহুল মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, খণ্ডঘোষ থানার কালনা গ্রামে বাড়ি নীলকান্ত চট্টরাজের। ভাব ভালবাসা করে বছর খানেক আগে তাঁর মেয়ে ব্রততীকে বিয়ে করে শক্তিগড়ের জোতরাম নিবাসী যুবক রাহুল মিশ্র।
advertisement
আরও পড়ুনঃ শত ব্যস্ততার মধ্যেও দুঃস্থ পরিবারের কচিকাঁচাদের বিনামূল্যে নাচ শেখাচ্ছেন থানার এএসআই
দম্পতির একটি দু’মাসের ছেলে আছে। ব্রততী নার্সিংয়ের চাকরি করেন। তাঁর নার্সিংয়ের চাকরিতে আপত্তি রয়েছে স্বামী রাহুলের । স্বামী তাঁকে চাকরি করতে দিতে রাজি নন। এনিয়ে ব্রততীর সঙ্গে তাঁর স্বামীর বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছে। রাহুল বিয়ের কিছুদিন পর থেকেই ব্রততী তাঁর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রাখাও বন্ধ করে দেয় । প্রায়ই তাঁকে মারধর করা হত। শুক্রবার দুপুরেও নার্সিংয়ের কাজ করা নিয়ে ব্রততীর সঙ্গে অশান্তি শুরু হয় রাহুলের। তখন রাহুল তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাঁর চাকরির কাগজপত্রও রাহুল ছিঁড়ে দেয় বলে অভিযোগ ।
advertisement
advertisement
এর প্রতিবাদ করেন ব্রততী। সেজন্য তাঁকে মারধর করা হয়। এমনকি শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয়। ব্রততী চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন জড়ো হয়। এরপর তাঁকে শিশুসন্তান সহ এক বস্ত্রে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ওই দিন রাতেই ব্রততী এই ঘটনার কথা জানিয়ে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় । এদিন ব্রততীকে মারধর করে তাঁর চাকরি সংক্রান্ত কাগজপত্র ছিঁড়ে দেয় স্বামী রাহুল বলে অভিযোগ। আরও অভিযোগ, তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ব্রততী। তার অভিযোগের ভিত্তিতে শক্তিগড় থানার পুলিশ গ্রেফতার করে স্বামী রাহুল মিশ্রকে।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purab Bardhaman: নার্সিংয়ের চাকরি করা নিয়ে আপত্তি স্বামীর, মারধর স্ত্রী ব্রততীকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement