যদিও শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। বর্ধমানের সর্বমঙ্গলার মন্দিরে প্রতিদিন বহু মানুষ আসেন পুজো দিতে। ভক্তরা সংগ্রহ করেন ভোগ। কুপনের ভিত্তিতেই মন্দির চত্বরেই বসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। অনেকে আবার ভোগ নিয়ে যান বাড়িতেও। প্রতিদিন দুপুর সাড়ে ১২ টায় ভোগ বিতরণ করা হয় এখানে। ঢাকের শব্দে কূপুন নিয়ে হাজির হন ভক্তরা। এরপরই ভোগ দেওয়া হয় ভক্তদের।
advertisement
আরও পড়ুনঃ শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন প্রাথমিক ও হাইমাদ্রাসার দুই শিক্ষক
ইতিমধ্যেই রাজ্য খাদ্য সুরক্ষা দফতরের তরফে পরিদর্শন করে গিয়েছে সর্বমঙ্গলা মন্দির। মন্দিরে ভোগের জায়গা পরিদর্শন করেন তাঁরা, এছাড়াও জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যান তাঁরা। ফলে এখন শংসাপত্র পাওয়া শুধুই সময়ের অপেক্ষা । তাই এখন শংসাপত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে সর্বমঙ্গলা মন্দিরের সদস্যরা। আর এই শংসাপত্র পাওয়ায় খুশি মন্দিরে আসা ভক্তরাও, খুশি বর্ধমানবাসী।
Malobika Biswas