পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখন্ড গ্রামের বড় ডাঙ্গার মেলায় বিক্রি হচ্ছে পাল্লাই আকারের রসগোল্লা, রসলম্পা। ৫ টাকা থেকে শুরু এখানকার রসগোল্লা, রসলম্পা দাম। ১০০০ টাকা পর্যন্ত রসগোল্লা, রসলম্পা পাওয়া যাচ্ছে। প্রতিবছরই অগ্রহায়ণ মাসে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর পুজো হয় এখানে। আর সে পুজো ঘিরে চলে নানান অনুষ্ঠান। কীর্তন, যাত্রা সহ চার দিন ধরে নানা অনুষ্ঠান বসে মেলা। প্রতি বছরের মতো এ বছরও শ্রীখন্ড গ্রামের বড় ডাঙ্গায় বসেছে মেলা। আর প্রতিবছরের মত এ বছরও মেলার মূল আকর্ষণ পাল্লাই আকারের মিষ্টিগুলি। মেলার চার দিন দিদার বিক্রি হচ্ছে এই মিষ্টি গুলি। কেউ খাচ্ছেন কেউ নিয়ে যাচ্ছেন আবার কেউ দেখেই পেট ভরাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: এ কেমন মানুষ! কাঁচা মাছ, ইট, টিউবলাইট, ডিমের খোসা সব খেয়ে ফেলছে সুকুমার! ভাইরাল ভিডিও
মিষ্টি বিক্রেতা বলেন, বড় মিষ্টির চাহিদা অনেক বেশি । যখন মিষ্টি বিক্রি শুরু করেছিলেন তারা এই মেলায় তখন সাধারণ মিষ্টি বিক্রি করতে। তবে ধীরে ধীরে বৃষ্টির আকার একটু একটু করে বাড়িয়েছেন তারা। আর যা মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে এভাবেই ৫ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত রসগোল্লা, রসলম্বা বানান তাঁরা।
Malobika Biswas