Cooch Behar News | Viral Video: এ কেমন মানুষ! কাঁচা মাছ, ইট, টিউবলাইট, ডিমের খোসা সব খেয়ে ফেলছে সুকুমার! ভাইরাল ভিডিও

Last Updated:

Cooch Behar News | Viral Video: এ কেমন মানুষ! কাঁচা মাছ থেকে ইট সব কিছু চিবিয়ে খেয়ে নিচ্ছেন! শরীরের কোনও সমস্যাও নেই। ভিডিও দেখলে অবাক হবেন

+
খেয়ে

খেয়ে ফেলছেন কাঁচা মাছ থেকে শুরু করে সবজি!

#কোচবিহার: টিউবলাইট, শাকপাতা, বাড়ি তৈরি করার ইট, মাথার চুল থেকে শুরু করে ডিমের খোসা সবই মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেলছেন। তবুও কোন রকম সমস্যা হচ্ছে না খেয়ে ফেলতে। এসেছেন  উত্তর ২৪ পরগণা জেলা থেকে। রাসমেলা মাঠের একেবারে দক্ষিণ-পূর্ব দিকে তাবু খাটিয়ে বসেছেন। আর তার তাবুতে রোজ সন্ধের পর থেকে জমে উঠছে ভিড়। মূলত তার এই অদ্ভুত প্রতিভার জন্য মেলায় ঘুরতে আসা মানুষেরা ভিড় জমাচ্ছেন তাদের তাবুর সামনে। তবে তার এই অদ্ভুত প্রতিভার মাধ্যমেই সংসার চলছে প্রায় সাতটি পরিবারের।
কিভাবে তার এই অদ্ভুত অভ্যাসের শুরু প্রশ্ন করতেই সুকুমার দাস জানান, "ছয় বছর বয়স থেকে এসব তার অভ্যাস। এত কিছু খেলেও তার সবই হজম হয়ে যায়। এগুলো থেকে তার কোন রকমের শারীরিক সমস্যা হয় না। " তবে শুধু কোচবিহারেই নয়। কোচবিহারের পাশাপশি অসম, নেপাল, ভুটান, নাগাল্যান্ড, মণিপুর সহ আরও অনেক জায়গায় এই শো দেখানো হয়েছে। বারো বছর আগেও তিনি একবার কোচবিহারের রাসমেলায় শো দেখাতে এসেছিলেন। তাই এবার মিলে মোট দুবার কোচবিহার রাসমেলায় শো দেখাচ্ছেন তিনি। তবে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি ওনার শো দেখানোর ধরনের। তবে তাবুর বাইরে লাগানো আকর্ষণীয় সমস্ত ছবি দেখেই সকলে আকৃষ্ট হয়ে ঢুকে পড়ছেন শো দেখতে।
advertisement
advertisement
শো দেখে বেরোনোর পর জিয়াউল ইসলাম নামের এক ব্যক্তি জানান,  "এটা সত্যি অবাক করা বিষয়। এত কিছু এই ভাবে খেয়ে, কি করে ঠিক থাকছেন ওই ব্যক্তি। যেভাবে কাঁচা মাছ থেকে শুরু করে সবজি সব খাচ্ছেন। তাতে তো ওঁর সমস্যা হওয়া উচিত। তবে ওই ব্যক্তি দিব্য খেয়ে ফেলছেন সব। ভাবতে অবাক লাগে যে টিউবলাইটের কাচ পর্যন্ত খেয়ে হজম করে ফেলছেন। মানে ওঁর পেটের হজম শক্তি কতখানি সেটা সত্যি একটা অদ্ভুত বিষয়। " তবে কোচবিহার জেলার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী রাসমেলায় এবার ঘুরতে আশা প্রায় সকল পর্যটকদের মন আকর্ষণ করছে সুকুমারের প্রতিভা।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News | Viral Video: এ কেমন মানুষ! কাঁচা মাছ, ইট, টিউবলাইট, ডিমের খোসা সব খেয়ে ফেলছে সুকুমার! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement