দুই মেগার জয়জয়কার, শুরুতেই বাজিমাত নিম ফুলের মধুর! ভাগ্য ফিরল মিঠাইয়ের

Last Updated:

দুই যমজ কন্যাসন্তানের মা হয়েছে দীপা। এদিকে সূর্য তার পাশে নেই। তারই মধ্যে দীপার অজান্তে একটি মেয়েকে নিজের ছেলের কাছে নিয়ে গিয়েছে শাশুড়ি। তার আশা, ছেলে-বৌমাকে এক করতে পারে তার দুই নাতনিই।

#কলকাতা: সিদ্ধার্থের ছেলের গৃহশিক্ষিকা হয়ে ফিরল মিঠাই! নতুন রূপে দেখা যাবে সৌমিতৃষা কুন্ডু। মিঠাইয়ের মৃত্যুর পর মিঠির ফিরে আসায় টিআরপি তালিকায় রদবদল দেখা গেল। নম্বর বাড়ল এই মেগার। যদিও রাত ৮টার স্লট থেকে সন্ধ্যা ৬টার স্লটে পৌঁছতেই ৭.৫ থেকে ৬.৬-এ নেমে গিয়েছে নম্বর।
অন্য দিকে প্রথম সপ্তাহেই বাজিমাত রুবেল আর পল্লবীর! নতুন মেগা  'নিম ফুলের মধু' ইতিমধ্যেই সেরা দশের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে বসেছে। বিয়ের তারিখ স্থির হয়েছে নায়ক-নায়িকার। নতুন প্রেমের আবহে আনন্দে মেতেছেন দর্শক।
advertisement
advertisement
দুই যমজ কন্যাসন্তানের মা হয়েছে দীপা। এদিকে সূর্য তার পাশে নেই। তারই মধ্যে দীপার অজান্তে একটি মেয়েকে নিজের ছেলের কাছে নিয়ে গিয়েছে শাশুড়ি। তার আশা, ছেলে-বৌমাকে এক করতে পারে তার দুই নাতনিই। অর এই প্রেম-বিরহের গল্পে মুগ্ধ বাংলার দর্শক। তাই সিংহাসন দখল করে বসল 'অনুরাগের ছোঁয়া'।
advertisement
গত সপ্তাহের মতো এ বারও 'জগদ্ধাত্রী'র দখলে সেরার স্থান। দুই মেগার জয়জয়কার টিআরপি তালিকায়। একটি নয়, দু'টি ধারাবাহিক এবার বেঙ্গল টপার!
দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা-
প্রথম স্থানজগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া
দ্বিতীয় স্থানমিঠাই/ নিম ফুলের মধু
তৃতীয় স্থানআলতা ফড়িং
চতুর্থ স্থানধুলোকণা
পঞ্চম স্থানগৌরী এল, এক্কা দোক্কা
ষষ্ঠ স্থানগাঁটছড়া, সাহেবের চিঠি, খেলনা বাড়ি
সপ্তম স্থানপিলু/ মিঠাই, মাধবীলতা
অষ্টম স্থানলক্ষ্মী কাকিমা সুপারস্টার
নবম স্থাননবাব নন্দিনী
দশম স্থানহরগৌরী পাইস হোটেল
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুই মেগার জয়জয়কার, শুরুতেই বাজিমাত নিম ফুলের মধুর! ভাগ্য ফিরল মিঠাইয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ !

  • আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement