সেরা পাঁচেও রইল না 'মিঠাই', TRP মাতালো 'জগদ্ধাত্রী', এই সপ্তাহে মেগার লড়াইয়ে বড় চমক
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
তবে কি লালন-ফুলঝুরির সম্পর্কের শেষের ইঙ্গিত পেলেন দর্শক? নায়ক-নায়িকার দূরত্বই কি তবে কাছে টানছে দর্শককে?
#কলকাতা: মিঠাইয়ের বদলে আসছে মিঠি। নতুন রূপে দেখা যাবে সৌমিতৃষা কুন্ডুকে। যার সঙ্গে মিল নেই আগের মিঠাইয়ের। এদিকে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের ছেলেও ধীরে ধীরে বড় হচ্ছে। নানা রকমের চমক আসছে এই ধারাবাহিকে। তার ফলেই কি দর্শকমহলে ফের মোদক পরিবার নিয়ে আগ্রহ বাড়ল? ফলাফল হিসেবে, এই সপ্তাহে মেগার নম্বর বেড়েছে অনেকটাই। তবে সপ্তম স্থানে থাকল 'মিঠাই'।
এই সপ্তাহের বাংলা মেগা সিরিয়ালের তালিকা:
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | অনুরাগের ছোঁয়া |
তৃতীয় | ধূলোকণা |
চতুর্থ | আলতা ফড়িং |
পঞ্চম | খেলনা বাড়ি এবং এক্কা দোক্কা |
ষষ্ঠ | গাঁটছড়া এবং মাধবীলতা |
সপ্তম | নবাব নন্দিনী, গৌরি এল, মিঠাই, |
অষ্টম | সাহেবের চিঠি |
নবম | লক্ষ্মী কাকিমা সুপারস্টার |
দশম | হর গৌরি পাইস হোটেল |
advertisement
advertisement
অন্য দিকে বাজিমাত করল 'জগদ্ধাত্রী'। অনেকটা নম্বর বেড়েছে এই মেগার। একেবারে প্রথম স্থানে বিরাজ করছে। জগদ্ধাত্রী পুজোর পর থেকেই সিরিয়ালের টিআরপি বেড়েছে অনেকটা। টানটান মুহূর্তগুলির জন্যেই তবে দর্শকের মনজয় করছে এই মেগা।
অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মা হতে চলেছে দীপা, পাশে নেই সূর্য। তবে এই কঠিন দিনেও পাশে রয়েছেন সূর্যর মা। অনেকটা নম্বর বেড়েছে এই মেগার। দ্বিতীয় স্থানে রয়েছে এই মেগা।
advertisement
লালন আর ফুলঝুরির বিবাহ বিচ্ছেদ হবে তাহলে? তিতিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে নায়কের। আর এদিকে যন্ত্রণায় দিন কাটছে ফুলঝুরির। তবে কি লালন-ফুলঝুরির সম্পর্কের শেষের ইঙ্গিত পেলেন দর্শক? নায়ক-নায়িকার দূরত্বই কি তবে কাছে টানছে দর্শককে? তৃতীয় স্থান দখল করে সে রকমই ইঙ্গিত দিল এই মেগা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 1:46 PM IST