সূত্র মারফত জানা যায়, পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী থানার অন্তর্গত কলিগ্রাম, দাসপুর ও সোনাপলাশীর বড় বাগান এলাকায় গাজার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ বাহিনী। অভিযান চালিয়ে বেশ কিছু গাঁজা গাছ নষ্ট করেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানা ও কুরমুন ক্যাম্পের পুলিশ আধিকারিকেরা। দেওয়ানদিঘী থানার অন্তর্গত কলিগ্রাম দাসপুরের দিলীপ সাতরা নামক এক ব্যক্তির বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার হয়। এর পাশাপাশি একই সাথে সোনাপলাশীর বড় বাগান এলাকায় আশিস মন্ডল ও হারাধন মালিক নামক দুই ব্যক্তির বাড়িতেও হদিস মেলে বেশ কিছু গাঁজা গাছের।
advertisement
আরও পড়ুন: গ্যারেজে গাড়ি রেখে নিশ্চিন্তে ঘুম! চুরি যেতে পারে সেখান থেকেও! কলকাতায় নয়া ফাঁদ! সাবধান
আরও পড়ুন: টানা চলল শিলা বৃষ্টি! বিরাট মাপের শিলা! দেখলে চমকে যাবেন! রইল ভিডিও
প্রসঙ্গত, দিনকয়েক আগে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের গ্রামীণ জঙ্গল এলাকাতেও অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ। ভাতার পুলিশের অভিযানে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার হয় ওই এলাকা থেকে। যে ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করে। কয়েকদিনের ব্যবধানে, জেলায় ফের গাঁজা উদ্ধারের ঘটনাকে ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। দেওয়ানদিঘী থানা এলাকায় গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ।গ্রামের ভিতরের দিকে বাড়ি হওয়ায় অনেকেরই নজর এড়িয়ে চলছিল এই গাঁজা গাছের ব্যবসা। দেওয়ানদিঘি থানার পুলিশের একটি বিশেষ দল এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় থাকা গাঁজা গাছগুলি কাটতে থাকেন। যদিও গ্রামে পুলিশ ঢোকার খবর পেয়েই বাড়ি ছেড়ে গা ঢাকা দেন বাড়ির লোকজন।
Bonoarilal Chowdhury