Hailstorm | Rain: টানা চলল শিলা বৃষ্টি! বিরাট মাপের শিলা! দেখলে চমকে যাবেন! রইল ভিডিও

Last Updated:

Hailstorm | Rain: অনেকেই বলছেন এত বড় বড় শিলা জীবনে কোনদিন দেখেননি। ভিডিও অবাক করবে! 

+
দীর্ঘ

দীর্ঘ প্রতীক্ষার পর বজ্রবিদ্যুৎ সহ তুমুল শিলাবৃষ্টি বাঁকুড়া শহরে।

বাঁকুড়া: দীর্ঘ প্রতীক্ষার পর বজ্রবিদ্যুৎ সহ তুমুল শিলাবৃষ্টি বাঁকুড়া শহরে। ছোট ছোট পিংপং বলের মত আকারের শিলাবৃষ্টি হল একনাগারের ১০ থেকে ১৫ মিনিট। পূর্বাভাস ছিল দুপুর তিনটা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বাঁকুড়া জেলায়। পূর্বাভাস মতোই কালো মেঘ ঘনায় চারিদিকে, তারপর ঝড় দিয়ে সূচনা এবং চলতে থাকে শিলাবৃষ্টি সহযোগে ভারি বর্ষণ। দমকা ঝড় এবং শিলাবৃষ্টিতে টালমাটাল হয়ে পড়ে রাস্তাঘাটের দোকানপাট। আকস্মিক ঝড় বৃষ্টিতে রেহাই গরমের হাত থেকে।
ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ বৃষ্টির মেঘকে যখন উপরে ঠেলতে ঠেলতে শীতলতর স্থানে পৌঁছে দেয় তখন বৃষ্টির জলকনাগুলি ধীরে ধীরে পরিণত হয় বরফে। এই বরফের টুকরো গুলি ভূপৃষ্ঠে পতিত হয় বৃষ্টির সাথে। একটি জলবিন্দুর সঙ্গে অপর একটি জলবিন্দু মিলে জল বিন্দু আকারে বড় হয় এবং সেই জলবিন্দু হিমাঙ্কের নিচে পৌঁছালে বড় আকারের শিলায় পরিণত হয়। শিলা বিভিন্ন আকারের হতে পারে। এদিন বাঁকুড়া শহরে বেশ বড় আকারের শিলাবৃষ্টি হয়।
advertisement
advertisement
নিম্নগামী শিলার আঘাতে গাছের ছোট ছোট ডাল পালা পর্যন্ত ভেঙে যায়। বৃষ্টিপাত হয় যথেষ্ট খুশি সাধারণ মানুষ, টানা বৃষ্টিপাতের পর কালো মেঘের আড়াল থেকে দেখা যাচ্ছে সোনালী রোদ্দুর। এখনো সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে বাঁকুড়া জেলায় নষ্ট হয়েছে বিপুল পরিমাণ অপরিণত আম। আজকের ঝড়-বৃষ্টি ঠিক কতটা প্রভাব ফেলবে তার উত্তর একমাত্র সময় দিতে পারে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Hailstorm | Rain: টানা চলল শিলা বৃষ্টি! বিরাট মাপের শিলা! দেখলে চমকে যাবেন! রইল ভিডিও
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement