Hair Care Tips | Hair Oil Overnight: সারা রাত চুলে তেল মেখে ঘুমোচ্ছেন? সর্বনাশ করছেন না তো! এই পদ্ধতিতে তেল না মাখলেই বিপদ!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Hair Care Tips | Hair Oil Overnight: সারা রাত চুলে তেল মেখে রাখা কী ভাল? সত্যি জানলে চমকে যাবেন! সাবধান
চুল এমন একটি বিষয়, যার চর্চা না করলেই সব শেষ। মুঠো মুঠো চুল ওঠা থেকে শুরু করে, ডগা ফাটা, খুসকি কত কী হতে থাকে। সব থেকে জরুরি মাথার স্ক্যাল্পের যত্ন নেওয়া। কিন্তু আমরা অনেক সময় চুলের যত্ন নিতে গিয়ে ভুল কাজ করে ফেলি। অনেকেই প্রচলিত ভাবনা কাজে লাগিয়ে থাকি। যেমন গোটা রাত মাথায় তেল লাগিয়ে রাখি অনেকে। কিন্তু এটা কি আদৌ ভাল? জানলে সত্যিই অবাক হতে হয়। photo source collected
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আর সবসময় ভাল করে স্ক্যাল্পে তেল ম্যাসাজ করুন। গোটা চুলে তেল মাখলে লাভ নেই। স্ক্যাল্প থেকেই চুলে পুষ্টি যায়। তাই স্ক্যাল্পে ভাল করে তেল মাখলে রক্ত চলাচল বাড়ে। চুলের স্বাস্থ্য ভাল হয়। সেই সঙ্গে চুলের ড্রাইভাব কেটে যাবে। স্ক্যাল্পে ম্যাসাজ হয়ে গেলে তারপর গোটা চুলে তেল মাখতে পারেন। এতে সামান্য হলেও চুলের কোমল ভাব ফিরবে। photo source collected