লক্ষী নারায়ণ জিউ মন্দিরে পটে পুজো হলেও রাধাবল্লব মন্দিরে পুজো হয় একচালা মূর্তিতেই। যা প্রতিষ্ঠিত মহারাজা তেজচাঁদ মহাতাবের আমলে । মূর্তি পরিবর্তন না হলেও মাঝে মধ্যে রং পরে মূর্তিতে। শুধু মূর্তি নয়। ঘটও ২০০ বছরের পুরনো। সেই ঘটই আজও রয়েছে দেবীর সামনে। রাজার আমলে যে ঘট প্রতিষ্ঠা হয়েছিল আর তাতে যে জল দেওয়া হয়েছিল। ঠিক সেই জলই ঘটে রয়েছে এখনও । আর আশ্চর্যের বিষয় এত বছর হয়ে গেছে তবে ঘটের জল এখনও সচ্ছ। এমনটাই বলছেন মন্দিরের প্রধান পুরোহিত।
advertisement
আরও পড়ুন: iPhone 13 থাকতে নতুন iPhone 14 কী কেনা উচিত? অযথা টাকা খরচ নয় তো? জানুন
এই মন্দিরে শুধুই দুর্গা পুজো হয় না। রাধা গোবিন্দ, জগন্নাথ বলরাম সুভদ্রা , শিব , কালির পুজো হয় এখানে । নিত্য পুজো হয় মন্দিরে ভোগের ব্যবস্থাও থাকে । দেবী দুর্গাও এখানে নিত্য পুজো পান। যদিও বহু বছর ধরে রাধাবল্লব জিউ মন্দির সংস্কারের অভাব ছিল । তবে বর্তমানে সংস্কার হয়েছে মন্দির। ফলে জামজমোক বাড়ছে দুর্গা পুজোর আয়োজনে । প্রায় কয়েক বছর ধরেই জাকজমোক সহকারেই মন্দিরে দেবীর আরাধনা । রাজ আমলের নিয়ম অনুযায়ী আজও প্রতিপদে ঘটে বর্তমান রাজার নামে দেওয়া হয় এক 'কুশি' জল। এরপর শুরু হয় পুজো । সপ্তমী, অষ্টমী, নবমীতে বলি দেওয়া হয় । চালকুমড়া বলি হয় মন্দিরে। এরপর নবমীতে হোম যজ্ঞ হয় । দশমীতে অপরাজিত পুজোর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে শারদ উৎসবের ।
Malobika Biswas