iPhone 13 থাকতে নতুন iPhone 14 কী কেনা উচিত? অযথা টাকা খরচ নয় তো? জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
iPhone 14 vs iPhone 13: তাল মিলিয়ে চলতে গেলে কি সত্যিই বদলে ফেলতে হবে আগের ফোনটি? কেন কিনবেন এত টাকা দিয়ে এই নতুন iPhone 14? জানুন
#নয়া দিল্লি: অবশেষে লঞ্চ করল Apple-এর iPhone 14 সিরিজ। মোট চারটি ফোন লঞ্চ করেছে Apple। ৬ সেপ্টেম্বর Apple তার Far Out অনুষ্ঠানে লঞ্চ করেছে iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এবং iPhone 14 Plus। প্রায় প্রতি বছরই Apple লঞ্চ করে একটি করে নতুন সিরিজের স্মার্টফোন। বেশির ভাগ সময়ই দেখা যায় আগের প্রজন্মের থেকে বেশ কিছুটা উন্নতি করে ফেলেছে নতুন লঞ্চ করা ফোনটি। কিন্তু এই উন্নতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কি সত্যিই বদলে ফেলতে হবে আগের ফোনটি?
বিশেষত, যেখানে অর্থ মূল্য একটি বড় বিষয়। লাখ টাকা দিয়ে একটি ফোন কিনে ফেলার আগে তার সব দিক খতিয়ে দেখা উচিত। সে কারণেই যাঁরা iPhone 13 কিনেছিলেন, তাঁরা সেই ফোনটি বদলে iPhone 14 সিরিজের ফোন কিনবেন কি না সে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা-চিন্তা করা জরুরি।
এক নজরে দেখে নেওয়া যাক Apple-এর এই দু’টি সিরিজের ফোনের যাবতীয় সুবিধার তুলনা।
Apple-এর সর্বাধিক বিক্রিত সিরিজ iPhone 12-এর পর বাজারে এসেছিল iPhone 13। এটি সংস্থার ফ্ল্যাগশিপ (Flagship) ফোন। iPhone 13-এ ছিল Apple-এর নিজস্ব A15 Bionic চিপসেট। HDR সাপোর্ট-সহ সুপার রেটিনা এক্সডিআর (Super Retina XDR) ডিসপ্লে, ট্রু টোন কালার (True Tone Colour), হেপটিক টাচ ফিডব্যাক (Haptic Touch Feedback), ২০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও— সবই ছিল ওই ফোনে। এতে সর্বাধিক ঔজ্জ্বল্য (Brightness) পাওয়া যেত ১,২০০।
advertisement
advertisement
অন্য দিকে নতুন লঞ্চ হওয়া iPhone 14-এও রয়েছে A15 Bionic SoC চিপসেট, যাতে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে, পাশাপাশি রয়েছে ৫ কোর GPU। ডিসপ্লে সাইজ আগের মতোই রয়েছে নতুন ফোনেও। তবে ক্যামেরার ক্ষেত্রে বেশ খানিকটা উন্নতি হয়েছে বলেই জানা গিয়েছে। iPhone 14-এর মূল ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। এর সঙ্গে রয়েছে একটি বড় সেন্সর, বড় পিক্সেল এবং একটি নতুন TrueDepth ক্যামেরা, যা সামনে থাকছে। আর থাকছে Ultra Wide ক্যামেরা। কম আলোয় ভাল ছবি তোলার জন্য থাকছে ফোটোনিক ইঞ্জিন (Photonic Engine)।
Location :
First Published :
September 08, 2022 4:21 PM IST