iPhone: সবচেয়ে দামি iPhone লঞ্চ করল Apple, দেখে নিন কী কী সুবিধা পাওয়া যাবে নতুন ফোনে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
iPhone: সব জল্পনার অবসান। প্রত্যাশা মতোই চারটি iPhone লঞ্চ করল Apple! জেনে নিন এই ফোনে নতুন কী সুবিধা থাকছে! দামই বা কত? অবাক হবেন
#নয়া দিল্লি: সব জল্পনার অবসান। প্রত্যাশা মতোই চারটি iPhone লঞ্চ করল Apple। বুধবার ক্যালিফোর্নিয়ার (California) কুপার্টিনো (Cupertino) শহরে ‘ফার আউট’ ইভেন্টের আয়োজন করেছিল সংস্থাটি। অনুষ্ঠান মঞ্চ থেকেই উদ্বোধন করা হয় চারটি নতুন iPhone-এর। যার মধ্যে রয়েছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। এর মধ্যে iPhone 14 (৬.১ ইঞ্চি ডিসপ্লে-সহ) এবং iPhone 14 Plus (৬.৭-ইঞ্চি ডিসপ্লে)-ই মধ্যম মানের দর রাখছে, বলে মনে করা হচ্ছে। আসল চমক রয়েছে iPhone 14 Pro সিরিজে।
iPhone 14 এবং iPhone 14 Plus ফোন দু’টিতে রয়েছে A15 Bionic চিপসেট। এই একই চিপসেট রয়েছে iPhone 13 সিরিজেও। নতুন ফোনগুলির ডিজাইনও প্রায় তাদের পূর্বসূরীর মতোই। তবে যে টুকু উন্নতি হয়েছে iPhone 14 এবং iPhone 14 Plus ফোন দু’টিতে, তা সেলফি ক্যামেরায়। ১২ মেগাপিক্সেল ক্যামেরা, একটি বড় সেন্সর-সহ পাওয়া যাবে এই ফোন দু’টিতে। এই ফোনগুলিতে কোনও ProMotion নেই, উপগ্রহ (Satellite) মারফৎ আপদকালীন পরিস্থিতিতে SOS পাঠানোর ফিচারটি রয়েছে৷ এই ফিচারটির মাধ্যমে iPhone 14 কোন রকম সেলুলার সংযোগ ছাড়াই পৃথিবী কক্ষে ঘোরাফেরা করা একটি উপগ্রহের দিকে নির্দেশ করে SMS পাঠাতে দেয়। উপগ্রহের সঙ্গে সংযুক্ত হতে গেলে ঠিক কোন দিকে ফোনটি নির্দেশ করতে হবে SMS UI তা জানিয়ে দেবে। আমেরিকা যুক্তরাষ্ট্র (US) এবং কানাডায় (Canada) মাত্র ২ বছরের জন্য এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। নতুন iPhone-গুলি সবই 5G সংযোগ সমর্থন করে।
advertisement
কিন্তু ভারতে এই পরিষেবা পাওয়া যাবে না। ভারতে বিক্রিত iPhone 14 এবং iPhone 14 Plus মডেলগুলিতে একটি সিম কার্ড ট্রে পাওয়া যাবে, যা মার্কিন মডেলগুলিতে নেই। সেখানে শুধুমাত্র e-SIM দিয়ে মোবাইল চালাতে হবে।
advertisement
ভারতের বাজারে দর-দাম—
নতুন iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max পাওয়া যাবে ১২৮ GB, ২৫৬ GB, ৫১২ GB এবং ১ TB স্টোরেজ-সহ। এক নজরে দেখে নেওয়া যাক কোন ফোনের কত দাম।
advertisement
iPhone 14 Pro (১২৮ GB)— ১,২৯,৯০০ টাকা
iPhone 14 Pro (২৫৬ GB)— ১,৩৯,৯০০ টাকা
iPhone 14 Pro (৫১২ GB)— ১,৫৯,৯০০ টাকা
iPhone 14 Pro (১ TB)— ১,৭৯,৯০০ টাকা
iPhone 14 Pro Max (১২৮ GB)— ১,৩৯,৯০০ টাকা
iPhone 14 Pro (২৫৬ GB)— ১,৪৯,৯০০ টাকা
iPhone 14 Pro (৫১২ GB)— ১,৬৯,৯০০ টাকা
advertisement
iPhone 14 Pro (১ TB)— ১,৮৯,৯০০ টাকা
APPLE-এর ফ্ল্যাগশিপ ফোন iPhone 14 PRO এবং iPhone 14 PRO MAX
এমন স্মার্টফোন আগে দেখেনি মানুষ। ফ্ল্যাগশিপ মডেল iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max নিয়ে এমন কথা বলাই যায়। এতে রয়েছে Pill-আকৃতির Notch, যা নোটিফিকেশনের উপর নির্ভর করে নিজের আকার পরিবর্তন করতে পারে। Apple এটিকে ‘ডায়নামিক আইল্যান্ড’ (Dynamic Island) বলে চিহ্নিত করেছে। বোঝাই যাচ্ছে এটি অসাধারণ ফিচার যা এখনও পর্যন্ত কোনও স্মার্টফোনে দেখা যায়নি।
advertisement
স্ক্রিনে চলতে থাকা কোনও বিষয়বস্তুকে বাধা না দিয়ে, ডায়নামিক আইল্যান্ডটি সক্রিয় অবস্থা বজায় রাখে যাতে ব্যবহারকারী সহজেই ট্যাপ-এন্ড-হোল্ড (Tap and Hold)-এর মাধ্যমে ব্যবহার করতে পারেন। এ দিকে মানচিত্র, গান বা টাইমার দৃশ্যমান থাকে ব্যাকগ্রাউন্ডে। iOS 16-এ তৃতীয় পক্ষের অ্যাপগুলি যেগুলি খেলার স্কোর এবং লাইভ অ্যাক্টিভিটির সঙ্গে রাইড-শেয়ারিংয়ের মতো তথ্য সরবরাহ করে তা ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করতে পারে৷
advertisement
iPhone 14 Pro সিরিজের ফোন A16 Bionic চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে Always-On ডিসপ্লে এবং একটি কোয়াড-পিক্সেল সেন্সর এবং ফোটোনিক ইঞ্জিন এবং একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। রয়েছে Satellite এবং Crush Detection -এর মাধ্যমেও SOS পরিষেবা দেওয়ার ফিচারও।
iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max চারটি রঙে পাওয়া যাবে— গাঢ় বেগুনি, রুপোলি, সোনালি এবং কালো (Space Black)। ফোনের অগ্রীম বুকিং (Pre-Order) শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। ১৬ সেপ্টেম্বর থেকে তা পাওয়া যাবে।
advertisement
iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max ফোন দু’টিতে রয়েছে স্টেইনলেস স্টিল এবং টেক্সচার্ড ম্যাট গ্লাসের সমণ্বয়। ProMotin-সহ নতুন সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, নতুন 1Hz রিফ্রেশ রেট প্রভৃতি।
iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এর Pro ক্যামেরা সিস্টেমে রয়েছে ফোটোনিক ইঞ্জিন (Photonic Engine), যা মাঝারি থেকে অল্প আলোয় ক্যামেরার দক্ষতা উন্নত করে। প্রাইমারি ক্যামেরায় 2x পর্যন্ত, আল্ট্রা ওয়াইড ক্যামেরায় 3x পর্যন্ত, টেলিফোটো ক্যামেরায় 2x পর্যন্ত এবং ট্রু ডেপথ ক্যামেরায় 2x পর্যন্ত রয়েছে।
Pro লাইনআপে এই প্রথম কোয়াড-পিক্সেল সেন্সর-সহ নতুন ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে রয়েছে দ্বিতীয় প্রজন্মের সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন।iPhone 14 সিরিজ সর্বশেষ iOS 16 সফ্টওয়্যারের আপডেট পাবে এবং ব্যবহারকারীরা Apple Fitness+ সাবস্ক্রিপশনও পেতে পারেন। এমনকী যাঁদের কাছে Apple Watch নেই তাঁরাও পাবেন।
Location :
First Published :
September 08, 2022 3:22 PM IST