'গাঁটছড়া'-র ধাক্কায় ব্যর্থ 'মিঠাই'! এই সপ্তাহের টিআরপি তালিকা ওলটপালট

Last Updated:
Bangla serial TRP : এ সপ্তাহে ওলট পালট টিআরপি তালিকা! গাঁটছড়া শীর্ষে, মুখ থুবড়ে পড়ল কোন কোন ধারাবাহিক
1/6
প্রতি সপ্তাহেই বাংলা ধারাবাহিকের টিআরপি (Bangla serial TRP) তালিকায় ওঠানামা লেগেই থাকে। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া। এই সপ্তাহে প্রথম স্থানে এগিয়ে এল ঋদ্ধি-খড়ি জুটি। এই সপ্তাহে এর রেটিং পয়েন্ট ৮.২।
প্রতি সপ্তাহেই বাংলা ধারাবাহিকের টিআরপি (Bangla serial TRP) তালিকায় ওঠানামা লেগেই থাকে। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া। এই সপ্তাহে প্রথম স্থানে এগিয়ে এল ঋদ্ধি-খড়ি জুটি। এই সপ্তাহে এর রেটিং পয়েন্ট ৮.২।
advertisement
2/6
দ্বিতীয় স্থানেও নেই 'মিঠাই'। সেইখানে জায়গা করে নিল জি বাংলার অপর এক সিরিয়াল, 'গৌরি এল'। রেটিং পয়েন্ট ৮.০।
দ্বিতীয় স্থানেও নেই 'মিঠাই'। সেইখানে জায়গা করে নিল জি বাংলার অপর এক সিরিয়াল, 'গৌরি এল'। রেটিং পয়েন্ট ৮.০।
advertisement
3/6
তারপরের তালিকায়ই রয়েছে ফের স্টার জলসা। এই সপ্তাহে তৃতীয় স্থানে আলতা ফড়িং। তার রেটিং পয়েন্ট ৭.৪। তবে সব ধারাবাহিকের রেটিং পয়েন্টই এই সপ্তাহে একটু কমের দিকেই।
তারপরের তালিকায়ই রয়েছে ফের স্টার জলসা। এই সপ্তাহে তৃতীয় স্থানে আলতা ফড়িং। তার রেটিং পয়েন্ট ৭.৪। তবে সব ধারাবাহিকের রেটিং পয়েন্টই এই সপ্তাহে একটু কমের দিকেই।
advertisement
4/6
চতুর্থ স্থানে চলে এল 'মিঠাই'। রেটিং পয়েন্ট ৭.২।
চতুর্থ স্থানে চলে এল 'মিঠাই'। রেটিং পয়েন্ট ৭.২।
advertisement
5/6
পঞ্চম স্থানে জায়গা করে নিল 'ধুলোকণা'। রেটিং পয়েন্ট ৭.১।
পঞ্চম স্থানে জায়গা করে নিল 'ধুলোকণা'। রেটিং পয়েন্ট ৭.১।
advertisement
6/6
এরপর সব সিরিয়ালের রেটিং পয়েন্ট ৬-এর ঘরের বেশি নেই এই সপ্তাহে। ষষ্ঠ স্থানে লক্ষী কাকিমা সুপারস্টার। সপ্তমে রয়েছে উমা, জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া, প্রত্যেকের রেটিং নম্বর ৬.৪। অষ্টম খেলনাবাড়ি, নবম মাধবীলতা এবং দশম হয়েছে এই পথ যদি না শেষ হয়।
এরপর সব সিরিয়ালের রেটিং পয়েন্ট ৬-এর ঘরের বেশি নেই এই সপ্তাহে। ষষ্ঠ স্থানে লক্ষী কাকিমা সুপারস্টার। সপ্তমে রয়েছে উমা, জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া, প্রত্যেকের রেটিং নম্বর ৬.৪। অষ্টম খেলনাবাড়ি, নবম মাধবীলতা এবং দশম হয়েছে এই পথ যদি না শেষ হয়।
advertisement
advertisement
advertisement