এলাকার লোকেরাই এই ঘটনার ছবি তুলে পৌর প্রধান তথা এই ওয়ার্ডের কাউন্সিলার পরেশ চন্দ্র সরকারকে পাঠিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান। আর এরপরই পৌর প্রধান বিষয়টির গুরুত্ব বুঝে পুরসভার ইঞ্জিনিয়ার ও অনান্য কর্মীদের ফোন করে ঘটনাস্থলে গিয়ে দ্রুত কাজ বন্ধ করার এবং যথাযথ ব্যবস্থা নেওইয়ার নির্দেশ দেন। পুরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে পুর প্রধান পরেশ চন্দ্র সরকারকে সব জানান। পুরপ্রধান এরপর অবিলম্বে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলে পুরকর্মীরা সেই নির্দেশ বাপি দেবনাথকে জানান। কাজ বন্ধ রাখার কথা বলেন।
advertisement
আরও পড়ুনঃ নিমো দু'নম্বর পঞ্চায়েতের বেহাল রাস্তা পরিদর্শনে ব্লক সভাপতি
অভিযোগ এরপরও বাপি দেবনাথ নাকি কোন কথা না শুনে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার কর্মীদের নির্দেশ দেন। একই সঙ্গে পুরকর্মীদের জানিয়ে দেন কাজ বন্ধ করার অর্ডার কপি না দেখালে কাজ বন্ধ হবেনা। পুরকর্মীদের কাছ থেকে এই বিষয়টি জানার পরেই বর্ধমান থানার আইসি কে ফোন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন পরেশ সরকার। পরে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরকর্মীদের নিয়ে ওই বাপির সমস্ত ধরণের কাজ বন্ধ করার নির্দেশের দেওয়ার পাশাপাশি বুধবার সকালে প্রয়োজনীয় কাগজ নিয়ে পৌরসভায় যোগাযোগ করার নির্দেশ দেন।
আরও পড়ুনঃ মেমারী কেনেল ক্লাবের উদ্যোগে কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতা
এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, এলাকার মানুষের কাছ থেকে অবৈধ নির্মাণ ও পুকুর বোঝানোর ঘটনার কথা জানার পরই তিনি দ্রুত ব্যবস্থা নেন। পুলিশকে জানিয়ে কাজ বন্ধ করে দেন। পৌরসভা বুধবার খুললে বাপি দেবনাথ নামে ওই ব্যাক্তির বিরুদ্ধে পুরসভা পক্ষ থেকে এফআইআর করা হবে। বাপি দেবনাথ বলেন, যে পুকুর নিয়ে অভিযোগ সেটা তাঁদের পৈতৃক সম্পত্তি। যায় সমস্ত কাগজপত্র তাঁর কাছে আছে। আর তাছাড়া এদিন যখন পুরসভার কর্মীরা এখানে এসেছিলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না।
Malobika Biswas