Purba Bardhaman News: নিমো দু'নম্বর পঞ্চায়েতের বেহাল রাস্তা পরিদর্শনে ব্লক সভাপতি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পূর্ব বর্ধমান জেলার মেমারী এক নম্বর ব্লকের নিমো দু'নম্বর পঞ্চায়েত এলাকার কেন্না সাহেরের পাড় থেকে কেন্না ঘোষপাড়া হয়ে কৈলাসপুর পর্যন্ত প্রায় ৪ (চার) কিলোমিটার রাস্তার হাল দীর্ঘদিন ধরেই বেহাল। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রতিদিনই এই বেহাল রাস্তার ওপর দিয়ে চলাচল করতে হয়।
#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার মেমারী এক নম্বর ব্লকের নিমো দু'নম্বর পঞ্চায়েত এলাকার কেন্না সাহেরের পাড় থেকে কেন্না ঘোষপাড়া হয়ে কৈলাসপুর পর্যন্ত প্রায় ৪ (চার) কিলোমিটার রাস্তার হাল দীর্ঘদিন ধরেই বেহাল। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রতিদিনই এই বেহাল রাস্তার ওপর দিয়ে চলাচল করতে হয়। তাই এই রাস্তা নিয়ে নাজেহাল এলাকাবাসীরাও। বর্তমান বিধায়ক তথা প্রাক্তন ব্লক সভাপতি সহ স্থানীয় পঞ্চায়েত ও বিভিন্ন প্রশাসনিক দফতরে জানিয়ে শুধুমাত্র এলাকাবাসীরা পেয়েছেন আশ্বাস। ফেরেনি রাস্তার হাল।
আর এরই মধ্যে এদিন এই রাস্তাটির পরিদর্শনে এলেন মেমারী এক নম্বর ব্লকের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান শেখ জাহির হোসেন সহ এলাকার স্থানীয় বাসিন্দারা, নিত্যানন্দ ব্যানার্জি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এলাকাবাসীরাও নিত্যানন্দ ব্যানার্জিকেও তাদের অসুবিধার কথা জানান। তিনি শুধু আশ্বাসী দেননি দফতরে এই বেহাল রাস্তার কথা জানান। দ্রুত এই রাস্তার মেরামত হবে বলেই মনে করছে স্থানীয়রা।
advertisement
advertisement
গত সপ্তাহে মেমারী এক নম্বর ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর এলাকায় একটি ভগ্নপ্রায় কাঠের সেতু পরিদর্শনে যান, এবং সেখানে গিয়ে কাঠের সেতুটির অবস্থা বিপদজনক বুঝেই বিভিন্ন দফতর বিষয়টি জানান এবং তার পরই প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। তাই এদিন নিমো দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই রাস্তাটি পরিদর্শনে আসার পর রাস্তাটির কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে মনে করে আশায় বুক বাঁধছে এলাকাবাসীরা।
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
November 09, 2022 2:56 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: নিমো দু'নম্বর পঞ্চায়েতের বেহাল রাস্তা পরিদর্শনে ব্লক সভাপতি
