এই প্রতিযোগীতায় পশ্চিমবঙ্গের রাজ্য ক্যারাটে সংস্থা ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর হয়ে পূর্ব বর্ধমান জেলা থেকে দুজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ঈশানি গুপ্তা ১২ বছরের -৪০ কেজি কুমিতে বিভাগে রূপো পদক জয় লাভ করে। বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল বলেন, জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার মধ্যে এটি অন্যতম।
advertisement
আরও পড়ুনঃ ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন বিশেষভাবে সক্ষমরা
তার ক্যারাটে ইন্সটিটিউট থেকে নিউ দিল্লির জাতীয় স্তরে ক্যারাটে কম্পিটিশনে যোগ দিয়েছিল ঈশানি। আর সেখানেই সফলতা পেয়েছে ঈশানি। ফলে এই সাফল্যে সকলে খুব গর্বিত ও আনন্দিত হয়েছে। তিনি জান যাতে ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপে এই ঈশানী যোগ দেয় এবং সফলতা পায়।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
December 06, 2022 9:54 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: জাতীয় স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জিতল বর্ধমানের মেয়ে