TRENDING:

Purba Bardhaman News: জাতীয় স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জিতল বর্ধমানের মেয়ে

Last Updated:

ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর পরিচালনায় অনুষ্ঠিত হল “অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ"। গত ৩ ও ৪ ডিসেম্বর দিল্লীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এই এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর পরিচালনায় অনুষ্ঠিত হল “অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ"। গত ৩ ও ৪ ডিসেম্বর দিল্লীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এই এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। প্রতিটি রাজ্যের প্রতিটি গ্রুপের স্বর্ণপদক বিজয়ীরা এই ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
advertisement

এই প্রতিযোগীতায় পশ্চিমবঙ্গের রাজ্য ক্যারাটে সংস্থা ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর হয়ে পূর্ব বর্ধমান জেলা থেকে দুজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ঈশানি গুপ্তা ১২ বছরের -৪০ কেজি কুমিতে বিভাগে রূপো পদক জয় লাভ করে। বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল বলেন, জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার মধ্যে এটি অন্যতম।

advertisement

আরও পড়ুনঃ ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন বিশেষভাবে সক্ষমরা

তার ক্যারাটে ইন্সটিটিউট থেকে নিউ দিল্লির জাতীয় স্তরে ক্যারাটে কম্পিটিশনে যোগ দিয়েছিল ঈশানি। আর সেখানেই সফলতা পেয়েছে ঈশানি। ফলে এই সাফল্যে সকলে খুব গর্বিত ও আনন্দিত হয়েছে। তিনি জান যাতে ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপে এই ঈশানী যোগ দেয় এবং সফলতা পায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: জাতীয় স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জিতল বর্ধমানের মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল