Purba Bardhaman News: ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন বিশেষভাবে সক্ষমরা
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
একাধিক দাবিতে বিক্ষোভ বিশেষভাবে সক্ষমদের সংকল্প নামক উন্নয়ন সাধারণ পরিষেবা সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা। বর্ধমানের জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হলেন তাঁরা। মিছিল করে তাঁরা গেলেন বর্ধমানের বিশ্ববিদ্যালয় রাজবাটি ক্যাম্পাস থেকে জেলাশাসকের দফতর পর্যন্ত ।
#পূর্ব বর্ধমান : একাধিক দাবিতে বিক্ষোভ বিশেষভাবে সক্ষমদের সংকল্প নামক উন্নয়ন সাধারণ পরিষেবা সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা। বর্ধমানের জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হলেন তাঁরা। মিছিল করে তাঁরা গেলেন বর্ধমানের বিশ্ববিদ্যালয় রাজবাটি ক্যাম্পাস থেকে জেলাশাসকের দফতর পর্যন্ত । এদিন বর্ধমান শহরের বিভিন্ন জায়গা থেকে প্রতিবন্ধীরা মিছিল করে এসে উপস্থিত হন জেলাশাসকের দফতর। তাদের দাবিগুলি হল, তাদের ভাতা ১০০০ টাকাই রয়েছে মূল্য বৃদ্ধি হয়েছে সব কিছুর তবে তাদের ভাতা বৃদ্ধি হয়নি।
তাদের ভাতা হাজার টাকা রয়েছে সেটা ৩ হাজার টাকা বাড়ানোর দাবি করেন তাঁরা। এছাড়াও তারা দাবি রাখেন, বর্ধমান শহরের রাস্তা ঘাটে বিশেষভাবে সক্ষমদের চলতে গেলে রাস্তার মাঝে একটা করে তাদের জন্য হলটিং রাখা অবশ্যই দরকার। এছাড়াও সরকারি চাকরিগুলোতে রিজারভেশন যাতে সঠিকভাবে মানা হয়, সাধারণ ব্যক্তিরা তাদের কোটায় চাকরি না পায় সেদিকে নজর দেওয়ার দাবি করেন তাঁরা।এছাড়াও অনান্য দাবি নিয়ে তারা এদিন ডেপুটেশন দেন জেলা শাসকের দফতরে।
advertisement
আরও পড়ুনঃ সরকারি কৃষাণ মাণ্ডিতে ধান বিক্রি শুরু জেলা জুড়ে
বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে তাদের ভাতা বৃদ্ধি হচ্ছে না, তাই ভাতা বৃদ্ধি করার দাবিতে আজ তাঁরা রাস্তায় নেমেছেন । এছাড়াও চাকরির ক্ষেত্রে বহু মানুষ নকল প্রতিবন্ধী হয়েও চাকরি পেয়ে যাচ্ছেন, তবে আসলেই যারা প্রতিবন্ধী তারা নিজেদের জায়গা হারাচ্ছেন। তাই যাতে সরকার তাদের দিকে দৃষ্টিপাত করে। এবং এই সমস্ত সমস্যার সমাধান করতে এগিয়ে আসে সেই দাবি নিয়ে তারা পথে নেমেছেন।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
December 06, 2022 2:27 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন বিশেষভাবে সক্ষমরা