Purba Bardhaman News: সরকারি কৃষাণ মাণ্ডিতে ধান বিক্রি শুরু জেলা জুড়ে

Last Updated:

জেলা জুড়ে শুরু হয়েছে সরকারি কৃষাণ মাণ্ডিতে ধান বিক্রি । তেমনই চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের রায়না এক নং ব্লকের কিষান মাণ্ডিতে । বাজারে তুলনায় সরকারি কিষাণ মাণ্ডিতে ধান বিক্রয়ের মূল্য অনেকটাই বেশি বলে জানাচ্ছেন কৃষকরা ।

+
title=

#পূর্ব বর্ধমান : জেলা জুড়ে শুরু হয়েছে সরকারি কৃষাণ মাণ্ডিতে ধান বিক্রি। তেমনই চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের রায়না এক নং ব্লকের কিষান মাণ্ডিতে । বাজারে তুলনায় সরকারি কিষাণ মাণ্ডিতে ধান বিক্রয়ের মূল্য অনেকটাই বেশি বলে জানাচ্ছেন কৃষকরা । আর যার ফলে এই সরকারি কিষাণ মাণ্ডি গুলোতে ভিড় হয় চোখে পড়ার মতো । রায়না এক নম্বর ব্লকের কিষাণ মাণ্ডিতেও এদিন কৃষকদের ছিল ভালোই । এবছর সরকারিভাবে কুইন্টাল কিছু ধানের দাম ধার্য করা হয়েছে ২০৪০ টাকা এছাড়াও আলাদা করে কুড়ি টাকা করে দেওয়া হচ্ছে ধান বিক্রয়কারীদের ।
এদিন রায়না এক নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে পোলেমপুর, শালগাছা সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা এসেছেন ধান বিক্রি করার জন্য । রাজ্য সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন কৃষকরা । তারা বলেন এবছর ধান ভালই হয়েছে । ফলে সরকারি সহায়ক মূল্যের কিষাণ মান্ডিতে কুইন্টাল প্রতি ধান বিক্রি করে আশা করছেন লাভের মুখ দেখবেন।
advertisement
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পথ শিশুদের সঙ্গে জন্মদিন পালন ছোট্ট ঐশীর
সরকারি সহায়ক মূল্যের কিষাণ মাণ্ডিতে ধান বিক্রি করতে আসা কৃষকরা জানান , আগে ফরেদের কাছে ধান বিক্রি হত, ঠিকমত টাকা পাওয়া যেত না । তবে বিগত কয়েক বছর ধরে সরকারি সহায়ক মরলে ধান বিক্রি করে লাভ হচ্ছে । ২০৪০ টাকা করে সরকারিভাবে কুইন্টাল পিছু ধানের দাম দেওয়া হচ্ছে ।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: সরকারি কৃষাণ মাণ্ডিতে ধান বিক্রি শুরু জেলা জুড়ে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement