TRENDING:

Bangla News: ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে গিয়েছিলেন পুকুরে, কিন্তু তারপর বৃদ্ধার পরিণতি যা হল!

Last Updated:

Bangla News: ঘুম থেকে উঠে সকাল বেলা পুকুরে গিয়েছিলেন হাত মুখ ধুতে। কিন্তু সেই হাতমুখ ধুতে যাওয়াই যে জীবনের কাল হবে, তা হয়তো একেবারেই জানতেন না এই সত্তর উর্ধ বৃদ্ধা মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ঘুম থেকে উঠে সকাল বেলা পুকুরে গিয়েছিলেন হাত মুখ ধুতে। কিন্তু সেই হাতমুখ ধুতে যাওয়াই যে জীবনের কাল হবে, তা হয়তো একেবারেই জানতেন না এই সত্তর উর্ধ বৃদ্ধা মহিলা। সাত সকালে বৃদ্ধা মহিলার এই মর্মান্তিক পরিণতির জেরে হতবাক ও শোকস্তব্ধ এলাকাবাসী। ঘুম থেকে উঠে পুকুরের জলে হাতমুখ ধুতে গিয়ে, অসাবধানতাবশত সেই পুকুরের জলে ডুবেই মৃত্যু হল এক বৃদ্ধা মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামে।
ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে গিয়েছিলেন পুকুরে, কিন্তু তারপর বৃদ্ধার পরিণতি যা হল!
ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে গিয়েছিলেন পুকুরে, কিন্তু তারপর বৃদ্ধার পরিণতি যা হল!
advertisement

আরও পড়ুনঃ বিকট আওয়াজ! শব্দ শুনে দৌড় স্থানীয়দের, রবিবার ভোরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১

স্থানীয় মানুষজনের অনুমান, সকালে পুকুর ঘাটে মুখ হাত ধুতে গিয়ে পুকুরের জলে পড়ে ডুবে যান ওই বৃদ্ধা মহিলা। মৃতার নাম রাজেস্বরী রায় (৭৫)। এই প্রসঙ্গে মৃতার ভাইপো সৌমেন রায় জানান, ‘পুকুরের ঘাটে গিয়েছিলেন। পা স্লিপ করে পুকুরের জলে পড়ে যান সকালবেলা। এলাকায় খোঁজাখুঁজি করার পর পুকুরে গিয়ে দেখি কাপড়ের কিছুটা ভাসছে। আমি নেমে গিয়ে দেখি এবং তুলে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসি, ডাক্তার বাবু মৃত ঘোষণা করেন। তারপর আমরা দেহ থানায় নিয়ে চলে আসি।’

advertisement

তিনি আরও জানিয়েছেন থানায় নিয়ে আসার পর বডি কালনা নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য। সেই সঙ্গে এই ঘটনাকে দুর্ঘটনা বলেই উল্লেখ করেছেন মৃতার আত্মীয়। এই ঘটনার সঙ্গে পরিবারিক অশান্তি বা অন্য কোনও বিষয় জড়িত নেই বলে সাফ জানিয়েছেন তিনি।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

স্থানীয় মানুষজন তড়িঘড়ি ওই মহিলাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয় মৃতদেহটি।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bangla News: ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে গিয়েছিলেন পুকুরে, কিন্তু তারপর বৃদ্ধার পরিণতি যা হল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল