আরও পড়ুনঃ বিকট আওয়াজ! শব্দ শুনে দৌড় স্থানীয়দের, রবিবার ভোরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১
স্থানীয় মানুষজনের অনুমান, সকালে পুকুর ঘাটে মুখ হাত ধুতে গিয়ে পুকুরের জলে পড়ে ডুবে যান ওই বৃদ্ধা মহিলা। মৃতার নাম রাজেস্বরী রায় (৭৫)। এই প্রসঙ্গে মৃতার ভাইপো সৌমেন রায় জানান, ‘পুকুরের ঘাটে গিয়েছিলেন। পা স্লিপ করে পুকুরের জলে পড়ে যান সকালবেলা। এলাকায় খোঁজাখুঁজি করার পর পুকুরে গিয়ে দেখি কাপড়ের কিছুটা ভাসছে। আমি নেমে গিয়ে দেখি এবং তুলে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসি, ডাক্তার বাবু মৃত ঘোষণা করেন। তারপর আমরা দেহ থানায় নিয়ে চলে আসি।’
advertisement
তিনি আরও জানিয়েছেন থানায় নিয়ে আসার পর বডি কালনা নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য। সেই সঙ্গে এই ঘটনাকে দুর্ঘটনা বলেই উল্লেখ করেছেন মৃতার আত্মীয়। এই ঘটনার সঙ্গে পরিবারিক অশান্তি বা অন্য কোনও বিষয় জড়িত নেই বলে সাফ জানিয়েছেন তিনি।
স্থানীয় মানুষজন তড়িঘড়ি ওই মহিলাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয় মৃতদেহটি।