TRENDING:

Weekend Tourism: একদিনের জন্য সবকিছু থেকে দূরে চলে যেতে চান? অরণ্য পার্ক আপনার আদর্শ ঠিকানা

Last Updated:

বর্ধমান স্টেশন থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত 'অরণ্য পার্ক রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট'। স্টেশন থেকে টোটোয় উঠে অরণ্য রিসর্ট বললেই পৌঁছে দেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রায় সবাই ছুটে যেতে চান খোলা আকাশের নিচে, একটু শান্ত হয়ে দাঁড়াতে চান প্রকৃতির আশ্রয়ে। আর এরকম জায়গা যদি থাকে হাতের নাগালে তাহলে তো কথাই নেই। কলকাতার কাছেই পাবেন শহরের কোলাহল মুক্ত এক গ্রাম্য মনোরম পরিবেশ। সেখানে নির্জনতা যেন জড়িয়ে আছে সবকিছুতে। এখানে স্বল্প খরচেই পাবেন সারাদিনের সুস্বাদু পেট ভরা খাবার। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোথায় আছে এই জায়গা, কীভাবে যাবেন এবং কী কী পাবেন?
advertisement

বর্ধমান স্টেশন থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত 'অরণ্য পার্ক রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট'। স্টেশন থেকে টোটোয় উঠে অরণ্য রিসর্ট বললেই পৌঁছে দেবে। ভাড়া পড়বে ২০০-২৫০ টাকা। এছাড়া বর্ধমান থেকে কেউ বাসে এলে তাঁকে নামতে হবে বাঁকুড়া মোড় অথবা দইচাঁদা স্টপেজে। তারপর টোটোয় করে সামান্য কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই এখানে।

advertisement

এই অরণ্য পার্কে মাত্র ৫০০ টাকায় পাবেন সারাদিনের খাবার। যার মধ্যে থাকবে-

ব্রেকফাস্ট: ২ টো নানপুরি, এক প্লেট সবজি আর এক কাপ কফি।

View More

লাঞ্চ: ভাত, আলুভাজা, স্যালাড, ডাল, দু'রকম সবজি, চিকেন (৪ পিস), চাটনি, পাঁপড় ও পানীয় জল (৫০০ এম‌এল)।

তবে লাঞ্চে মাটন থালি নিলে ৬০০ টাকা খরচ পড়বে। ভেটকি থালি নিলেও ৬০০ টাকা।

advertisement

বিকেলের স্ন্যাকস: ২ পিস ভেজ ও ২ পিস চিকেন পকড়া এবং ১ কাপ কফি।

আরও পড়ুন: চুন, ঝোলাগুড়, মেথির জল! 'অবিশ্বাস্য' পদ্ধতিতে সংস্কার হচ্ছে কোচবিহারের হেরিটেজ বিল্ডিং

কেউ চাইলে এখানে রাত্রিবাস করতে পারেন। হোটেলের রুম ভাড়া হল- সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১০০০ টাকা। আর রাত্রিবাস করলে অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে। অর্থাৎ হোটেল ভআড়আয় সেক্ষেত্রে মোট ১২০০ টাকা খরচ হবে।

advertisement

এই রিসর্টে নৌকা বিহারের দারুণ ব্যবস্থা আছে। সঙ্গে বাউল গান। তবে এর জন্য আপনাকে আলাদা টাকা খরচ করতে হবে। নৌকা ভাড়া ৩০ মিনিটের জন্য ৪০০-৭০০ টাকার মধ্যে। বাউল গান শুনতে খরচ হবে অতিরিক্ত ৩০০ টাকা।

এমনি ঘুরতে যাওয়া ছাড়াও ২৬ বিঘা জমির উপর তৈরি এই রিসর্টে জন্মদিনের পার্টি আয়োজনের যাবতীয় ব্যবস্থা আছে। বাচ্চাদের পার্ক, বসার জায়গা এবং কাছেই থাকছে সুন্দর করে সাজানো রেস্টুরেন্ট।

advertisement

পিকনিক স্পট হিসেবেও জায়গাটি ভাড়া পাওয়া যায়। পরিবার বা বন্ধুদের নিয়ে পিকনিক করতে চাইলে এখানে আসতে পারেন। সবমিলিয়ে মনরম পরিবেশে একটা বা দুটো দিন ছুটি কাটাতে চাইলে আপনার অন্যতম পছন্দের গন্তব্য হতে পারে এই অরণ্য রিসর্ট।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যোগাযোগ- ৯০৮৩৩৫৯৬৫৮

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Weekend Tourism: একদিনের জন্য সবকিছু থেকে দূরে চলে যেতে চান? অরণ্য পার্ক আপনার আদর্শ ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল