Offbeat Story: চুন, ঝোলাগুড়, মেথির জল! 'অবিশ্বাস্য' পদ্ধতিতে সংস্কার হচ্ছে কোচবিহারের হেরিটেজ বিল্ডিং

Last Updated:

Offbeat Story: বেঁচে থাক ইতিহাস! প্রাচীন পন্থা অবলম্বন করে সংস্কার হচ্ছে কোচবিহারের হেরিটেজ বিল্ডিং

+
সংস্কার

সংস্কার হচ্ছে কোচবিহারের হেরিটেজ বিল্ডিং! প্রাচীন পন্থা অবলম্বন করে হচ্ছে কাজ

কোচবিহার: হেরিটেজ ভবন সংস্কারে হেরিটেজ পদ্ধতি। এমনটাই দেখা গেল কোচবিহারে। বিল্ডিং সংস্কারের কাজে শুধু সিমেন্টের ব্যবহার করা হচ্ছে না এখানে। এছাড়াও ব্যবহার করা হচ্ছে চুন, ঝোলাগুড়, মেথির জল, লাল ইটের গুঁড়ো ও বালির মিশ্রণ। এভাবেই আবার আগের মহিমায় ফিরতে আনার চেষ্টা চলেছে কোচবিহারের অধিকাংশ হেরিটেজ ভবনকে। কাজ শুরু হয়েছে সাগরদিঘি সংলগ্ন ঐতিহ্যবাহী লেবার কমিশনারের ভবনের। আগামিদিনে এই পদ্ধতি অবলম্বন করেই সংস্কার করা হবে ঐতিহ্যবাহী সমাজকল্যাণ দফতর, কল্যাণ ভবন-১ ও ২, সাবিত্রী লজ, ম্যাগাজিন হাউস-সহ রাজ আমলের বহু স্থাপত্যকে।
কোচবিহার জেলা পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্ত জানাচ্ছেন, "রাজ আমলের প্রাচীন ঐতিহ্য মেনেই লেবার কমিশনারের অফিসটি সংস্কার করার কাজ করা হচ্ছে। ভবনটি সংস্কারের জন্য ব্যবহার করা হচ্ছে বালির সঙ্গে ইটের গুঁড়ো, চুন, ঝোলাগুড়, মেথি ভেজানো জল। এই সংস্কার কাজে মোট খরচ হচ্ছে প্রায় ১৮ লাখ টাকা।
advertisement
advertisement
ঝোলাগুড়ে আঠালো ভাব বেশি থাকায় তা অন্য মশলাকে ধরে রাখতে বেশী সক্ষম। কোচবিহারে অধিকাংশ স্থাপত্য এই কায়দাতেই তৈরি করা হয়েছিল রাজ আমলে। তাই ওই স্থাপত্য গুলিকেও সংস্কারেও একই পন্থা নেওয়া হবে। পোকামাকড় যাতে ভবনের দেওয়ালে বাসা বাঁধতে না পারে সেইজন্য ব্যবহার করা হচ্ছে চুন ও মেথির জল। তবে এই গোটা সংস্কারের কাজে সিমেন্ট দেওয়া হচ্ছে নামমাত্র।"
advertisement
এই গোটা কর্মকাণ্ড যার হাতে রূপ পাচ্ছে সেই রাজমিস্ত্রি রেজাউল হক জানান, "ছয় ভাগ মশলা হলে তারমধ্যে চুন, ঝোলাগুড় ও ইটের গুঁড়ো থাকছে আড়াই-তিনভাগ, বাকিটা বালি, সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে সিমেন্ট। আর তার সঙ্গে মেশানো হচ্ছে প্রায় ১ লিটার মেথির জল। প্রায় তিন মাস যাবৎ চলছে এই গোটা কাজ। আগামী দশ দিনের মধ্যে সম্ভবত এই কাজ সম্পন্ন হয়ে যাবে।" ১৯৫০ সালে রাজ আমলে বিভিন্ন অবসান তৈরি করা হয় কোচবিহারে শহরে। রাজ আমলের একাধিক ভবন ও নানা নিদর্শন রয়ে গিয়েছে কোচবিহার শহরের বুকে এখনও পর্যন্ত। তবে তার মধ্যে হেরিটেজের প্রাথমিক তালিয়ায় নাম রয়েছে ১৫৫টি ঐতিহাসিক নিদর্শনের। সম্প্রতি হেরিটেজ ফান্ডের টাকায় বেশ কিছু স্থাপত্য সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতোই এই কাজ শুরু করছে পূর্ত দফতর।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Offbeat Story: চুন, ঝোলাগুড়, মেথির জল! 'অবিশ্বাস্য' পদ্ধতিতে সংস্কার হচ্ছে কোচবিহারের হেরিটেজ বিল্ডিং
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement