হোম » ছবি » পাঁচমিশালি » সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন! ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা!

Vastu Tips: সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন... ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা! সঠিক দিক কোনটি?

  • 18

    Vastu Tips: সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন... ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা! সঠিক দিক কোনটি?

    দৈনন্দিন জীবনে এমন প্রায়ই ঘটে। হাজার পরিশ্রমেও আসে না টাকা। একের পর এক অঘটন পায়ে পায়ে জড়িয়ে যায় বার বার। হাজার ভেবেও কূল কিনারা পাওয়া যায় না। হতাশা-দুঃখ ঘিরে ধরে চারিদিক থেকে। কোনও কারণ ছাড়াই কাজে আসে বাধা। এমন সমস্যা থাকলে শুধু যে পরিশ্রম করেই ফল আসবে এমন নয়। বরং যে বাড়িতে থাকছেন সে বাড়ির বাস্তুর উপরেও নির্ভর করে অনেক কিছু। অন্তত তেমনটাই মত বাস্তুবিদদের।

    MORE
    GALLERIES

  • 28

    Vastu Tips: সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন... ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা! সঠিক দিক কোনটি?

    বাস্তু বিশেষজ্ঞরা বলেন বাড়িতে ইতিবাচক শক্তি থাকলেই আসে সাফল্য। তাই মানুষের জীবনে বাস্তুর বিশেষ গুরুত্ব রয়েছে। যদি বাড়ি বা কাজের জায়গা বাস্তু অনুসারে তৈরি না হয়, তাহলে জীবনে দারিদ্র্য ও হতাশা ঘিরে ধরে। অর্থনৈতিক অবস্থাও খারাপ হতে থাকে। শুধু তাই নয়, বাড়ির ভিতরের জিনিসগুলিও যদি সঠিক দিকে না রাখা হয়,তাহলেও বাস্তু দোষ হয়। এই প্রতিবেদনে তুলে ধরা হল বাড়ির কোথায় কোথায় ফ্রিজ, টিভি এবং সোফা রাখলে ইতিবাচক শক্তি আসবে। সুখ-সমৃদ্ধি থাকবে ঘরে।

    MORE
    GALLERIES

  • 38

    Vastu Tips: সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন... ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা! সঠিক দিক কোনটি?

    সোফা রাখার দিক- বাস্তুশাস্ত্র অনুসারে ড্রয়িং রুমে সোফা দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। সেই সঙ্গে বাড়ির সদস্যদের জীবনে কখনও দারিদ্র্য থাকে না। লক্ষ্মীর সবসময় থাকেন ঘরে।

    MORE
    GALLERIES

  • 48

    Vastu Tips: সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন... ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা! সঠিক দিক কোনটি?

    টিভি রাখার দিক- বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে টিভি রাখতে হবে। লিভিং এরিয়া এবং ড্রয়িং রুমেও অনেকে টিভি রাখেন। সেক্ষেত্রে পূর্ব দিকে টিভি লাগানো যেতে পারে। বাস্তু অনুসারে, পূর্ব দিকে মুখ করে টিভি দেখলে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে বাড়ির সদস্যদের জীবনে আসে সুখ-সমৃদ্ধি। বাস্তু দেবতারাও খুশি থাকেন।

    MORE
    GALLERIES

  • 58

    Vastu Tips: সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন... ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা! সঠিক দিক কোনটি?

    ফ্রিজ রাখার সঠিক দিক কোনটি?- বাস্তুশাস্ত্র অনুসারে ফ্রিজ উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। সেই সঙ্গে বাড়ির দেওয়াল এবং কোণ থেকে কমপক্ষে এক ফুট দূরে রাখতে হবে ফ্রিজ। এছাড়া ফ্রিজ পশ্চিম দিকে রাখা যেতে পারে। এতে বাস্তু দেবতারা খুশি থাকেন। সেই সঙ্গে বাড়ির সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। ফ্রিজ দরজার সামনে রাখা উচিত নয়। বাস্তু মতে দরজার সামনে ফ্রিজ রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয়।

    MORE
    GALLERIES

  • 68

    Vastu Tips: সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন... ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা! সঠিক দিক কোনটি?

    ফ্রিজের কাছে মাইক্রোওয়েভ ও রান্নার গ্যাস রাখা উচিত নয়। কারণ গ্যাসের ওভেন আগুনের উপাদানের প্রতিনিধিত্ব করে। আর জলের উপাদানের প্রতিনিধিত্ব করে ফ্রিজ। সেজন্য এই দুটিকে সঠিক দূরত্বে রাখতে হবে। ভুল করেও রেফ্রিজারেটর উত্তর-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম কোণে রাখা উচিত নয়। কারণ এতে বাস্তু দোষের সৃষ্টি হয়।

    MORE
    GALLERIES

  • 78

    Vastu Tips: সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন... ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা! সঠিক দিক কোনটি?

    ফ্রিজের কাছে মাইক্রোওয়েভ ও রান্নার গ্যাস রাখা উচিত নয়। কারণ গ্যাসের ওভেন আগুনের উপাদানের প্রতিনিধিত্ব করে। আর জলের উপাদানের প্রতিনিধিত্ব করে ফ্রিজ। সেজন্য এই দুটিকে সঠিক দূরত্বে রাখতে হবে। ভুল করেও রেফ্রিজারেটর উত্তর-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম কোণে রাখা উচিত নয়। কারণ এতে বাস্তু দোষের সৃষ্টি হয়।

    MORE
    GALLERIES

  • 88

    Vastu Tips: সর্বস্বান্ত হবেন! ঘিরে ধরবে ঘোর অনটন... ভুলেও 'এই' দিকে রাখবেন না ফ্রিজ-টিভি-সোফা! সঠিক দিক কোনটি?

    দাবিত্যাগ: উপরোক্ত বিষয়বস্তু শুধুমাত্র পরামর্শ-সহ সাধারণ তথ্য দেয়। কোনওভাবেই যোগ্য বিশেষজ্ঞের মতের বিকল্প নয়। আরও বিস্তারিত জানার জন্য সর্বদা একজন বাস্তু বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করুন। নিউজ 18 বাংলা এই তথ্যের দায় স্বীকার করে না।

    MORE
    GALLERIES