এদিনের এই দূর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দুই নম্বর জাতীয় সড়কের বর্ধমান লাইনে। ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ গিয়ে যানজটমুক্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ডাম্পার কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল, সেই সময়ে হঠাৎই আজাপুর সংলগ্ন এলাকায় রাস্তার মাঝেই ব্রেক কষে ডাম্পারটি।
আরও পড়ুনঃ সাধু উদ্যোগ! স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক
advertisement
আর তখনই পিছনেই দ্রুতগতিতে আসা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা একটি বাস ওই ডাম্পারের পিছনে ধাক্কা মারে, ওই বাসের পিছনে দুটি চারচাকা গাড়ি থাকায় ওই চারচাকা গাড়ি গুলিও এস.বি এস.টি.সি বাসের পিছনে গিয়ে ধাক্কা মারে। ওই চারচাকা গাড়ির পিছনে দ্রুতগতিতে আসা একটি লরি ধাক্কা মারে। পরপর চারটি গাড়িতে ধাক্কার জেরে চারচাকা গাড়ির চালক আহত হন।
আরও পড়ুনঃ প্লাস্টিকে ভরা নবজাতকের মৃতদেহ! তুমুল শোরগোল কাটোয়া মহকুমা হাসপাতালে!
যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা বলেন, বারংবার জাতীয় সড়কে দূর্ঘটনা ঘটছে। নিয়ন্ত্রনহীন ভাবেই গাড়ি চালানোর জেরেই দূর্ঘটনা ঘটে। ফলে সচেতন হোক চালকরা দাবি তুলছেন তাঁরা।
Malobika Biswas