East Bardhaman News: প্লাস্টিকে ভরা নবজাতকের মৃতদেহ! তুমুল শোরগোল কাটোয়া মহকুমা হাসপাতালে!
- Published by:Ananya Chakraborty
Last Updated:
হাসপাতালে ঝোপের আড়ালে নবজাতকের মৃতদেহ। টেনে এনে খুবলে খেল কুকুর।
#পূর্ব বর্ধমান: নবজাতকের মৃতদেহ প্লাস্টিকে ভরে হাসপাতালের ঝোপেই ফেলে গিয়েছিল কেউ! সেই প্যাকেটটি ঝোপ থেকে টেনে এনে ওই নবজাতকের দেহ বের করে খুবলে খেলো পথ কুকুরদের দল। বুধবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে এই দৃশ্য দেখে শিহরিত হয়ে ওঠেন হাসপাতালে আসা রোগী ও রোগীদের পরিজনেরা।
ঘটনার কথা জানতে পেরে হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে পুলিশ এসে শিশুর দেহাংশ এবং ওই প্যাকেটটি উদ্ধার করে নিয়ে যায়। প্যাকেটটিতে ভাতারের বলগোনার ঠিকানা লেখা রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছে গত রবিবার এক প্রসূতি কাটোয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরের দিন তিনি এক মৃত শিশুর জন্ম দেন। সৎকারের উদ্দেশ্যে শিশুর দেহটি নেওয়ার জন্য হাসপাতালে আবেদন জানিয়েছিল প্রসূতির পরিবার। আবেদনের ভিত্তিতে শিশুর মৃতদেহটি তাদের হাতে তুলে দেওয়াও হয়। কিন্তু সৎকার না করেই তারা শিশুর দেহটি প্যাকেটে ভরে মর্গের পিছনে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল বলে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের।
advertisement
এদিকে ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুর প্রায় ১২ নাগাদ একদল কুকুর ঝোপের মধ্য থেকে প্যাকটটি বের করে আনে। তারপর শিশুর দেহটি প্যাকেটের ভিতর থেকে বের করে খুবলে খেতে শুরু করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই শিশুর দেহের নিম্নাংশ এবং ডান হাতটি খুবলে খেয়ে নেয় কুকুরের দল৷ তারপর আশপাশের লোকজন কুকুরগুলিকে তাড়িয়ে দিয়ে তৎক্ষণাৎ হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেয়। এরপরই ওই শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ ক্যাম্পের কর্মীরা। মৃত শিশুটি রবিবার ভর্তি হওয়া ওই মহিলারই কিনা, তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
May 25, 2022 8:53 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: প্লাস্টিকে ভরা নবজাতকের মৃতদেহ! তুমুল শোরগোল কাটোয়া মহকুমা হাসপাতালে!