আর সেখানে নিয়ে যাওয়া হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা জানান তিনি অনেকক্ষণ আগেই মারা গেছেন। এরপরই ওই বেসরকারী হাসপাতালের বিরূদ্ধে অভিযোগ দায়ের করেন বর্ধমান থানায়। বেসরকারী হাসপাতালের চিকিৎসকের শাস্তির দাবি করেন তাঁরা। পরিবারের সদস্যরা জানান , পেটে দুটি সন্তান ছিল। তিনজনের প্রাণ গেল একসঙ্গে অবিলম্বে চিকিৎসকের শাস্তি দাবি করছেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ বাইসাইকেল "মেয়র" হলেন বর্ধমানের যুবক
হাসপতালের তরফে জানানো হয় ওই প্রসূতি আসার পর দেখা যায় তার খিচুনি হচ্ছে। তাকে শুধুই অক্সিজেন দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এমনকি রেজিষ্টারে ও তার নাম তোলা হয়নি। রাস্তায় রোগী মারা গেলে সেই দোষ হাসপাতালের বিরুদ্ধে দেওয়া হচ্ছে মৃতার পরিবারের পক্ষ থেকে।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
November 19, 2022 6:08 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ! প্রাণ গেল গর্ভের দুই বাচ্চা সহ মা'র