Purba Bardhaman News: বাইসাইকেল 'মেয়র' হলেন বর্ধমানের যুবক

Last Updated:

চোখ ঘোরালেই প্রকৃতি প্রেমী অনেক পাওয়া যাবে, তবে প্রকৃতিকে ভালবেসে পরিবেশকে দূষণমুক্ত রাখতে কজনই বা পারে। আমরা নিজেদের অজান্তেই নানাভাবে পরিবেশ দূষণ করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য হল বায়ু দূষণ।

#পূর্ব বর্ধমান : চোখ ঘোরালেই প্রকৃতি প্রেমী অনেক পাওয়া যাবে, তবে প্রকৃতিকে ভালবেসে পরিবেশকে দূষণমুক্ত রাখতে কজনই বা পারে। আমরা নিজেদের অজান্তেই নানাভাবে পরিবেশ দূষণ করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য হল বায়ু দূষণ। শহরে চলাচল করা লরি মোটরসাইকেল, বাস প্রতিনিয়ত বায়ু দূষণ করছে। এই পরিস্থিতিতে শহরে বাতাসের দূষণ নিয়ন্ত্রণে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহারের উপযোগিতা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে প্রচার করে চলেছে বর্ধমান সাইক্লিন ক্লাব।
আর তারই ফলস্বরূপ এবার বিশ্বের মানচিত্রে দেশের ভদোদরা, মুম্বই, বেঙ্গালুরু, গুয়াহাটি, কোঝিকোড়, জয়পুর, কলকাতার মতো একাধিক শহরের নামের পাশে জায়গা করে নিল বর্ধমান। এই সাইক্লিং ক্লাবের সদস্য সন্দীপন সরকারকে আমস্টারডামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাইসাইকেল মেয়র’ হিসেবে নির্বাচিত করেছে। আমস্টারডামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা (বি ওয়াই সি এস) শুরু করেছে ‘ফিফটি বাই থার্টি’ নামে এক উদ্যোগ। এর মূল লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ৫০% মানুষ কে যা তাদের জন্য বাইসাইকেল ব্যবহার করানো। সেই লক্ষ্যই এগোচ্ছে এই এই সংস্থা।
advertisement
আরও পড়ুনঃ প্রশিক্ষণ ছাড়াই আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সফল গৃহবধূ!
বায়ু দূষণ আটকাতে প্রতিটি শহরে বাইসাইকেল মেয়র হিসেবে কাজ করে একাধিক মানুষ। ইতিমধ্যেই আমস্টারডামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা (বি.ওয়াই.সি.এস) মানুষকে সচেতন করতে বহু ব্যক্তিকে সেই মেয়র পদের যোগ্যতা দিয়েছে । আর সেই তালিকায় এবার যুক্ত হল বর্ধমান শহরের নাম । শহর বর্ধমানের 'বাইসাইকেল মেয়র' হলেন সন্দীপন সরকার। সদ্য 'বাইসাইকেল মেয়র' হওয়া সন্দীপন সরকার জানান, তিনি নিজে বেশিরভাগ ক্ষেত্রেই সাইকেল ব্যবহার করে থাকেন। কর্মস্থলে যান সাইকেল চালিয়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সরকারের নির্দেশ মতো বর্ধমানের ৩৫টি ওয়ার্ডে গড়ে উঠবে সুস্বাস্থ্য কেন্দ্র
যেকোনো কম দূরত্বের ক্ষেত্রে তিনি সাইকেল ব্যবহার করেন। সাইকেল নিয়ে সচেতনতার বার্তাও দেন তিনি। এমনকি নিজের বিয়েতেও সাইকেল চালিয়ে গিয়েছিলেন তিনি। তিনি বলেন, বাইসাইকেল "মেয়র" হতে পেরে ভালো লাগছে। তবে সাইকেল নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজটা এবার দ্বিগুণ বেড়ে গেল। কীভবে হওয়া যায় বাইসাইকেল মেয়র? কর্মস্থলে সাইকেল চালিয়ে যাওয়া। সাইকেল ব্যবহার নিয়ে সচেতনতামূলক প্রচার করলেই আপনিও বি ওয়াই সি এস সংস্থার সঙ্গে যোগাযোগ করে বাইসাইকেল মেয়রের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বাইসাইকেল 'মেয়র' হলেন বর্ধমানের যুবক
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement