Purba Bardhaman News: প্রশিক্ষণ ছাড়াই আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সফল গৃহবধূ!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বয়সের ভার যে মনের জোর কমায় না তার জলজ্যান্ত প্রমাণ দিল ৫০ বছর ঊর্ধ্ব গৃহবধূ ইন্দিরা বিশ্বাস। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ২০২২ প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অধিকার করে তাক লাগিয়েছেন বর্ধমান জেলাকে। এই ইন্দিরা বিশ্বাস পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মাঝের গ্রামের বাসিন্দা।
#পূর্ব বর্ধমান : বয়সের ভার যে মনের জোর কমায় না তার জলজ্যান্ত প্রমাণ দিল ৫০ বছর ঊর্ধ্ব গৃহবধূ ইন্দিরা বিশ্বাস। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ২০২২ প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অধিকার করে তাক লাগিয়েছেন বর্ধমান জেলাকে। এই ইন্দিরা বিশ্বাস পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মাঝের গ্রামের বাসিন্দা। এই আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ২০২২ পরিচালনায় ছিল সদর মাস্টার অ্যাথলেটিক্স সংস্থা হুগলী, সহযোগিতায় ছিল বেঙ্গল মাস্টারস অ্যাথলেটিক্স সংস্থা হুগলী। চলতি মাসের ১২ ও ১৩ ই নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাটি হয় চুঁচুড়া ওয়েস্টার্স এবং নর্দান গ্রাউন্ডে। ৩০ বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত পুরুষ ও মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিল। সেখানেই পূর্ব বর্ধমান জেলার ইন্দিরা তৃতীয় স্থান অধিকার করেছে। জানা গিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে এবং প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ, শ্রীলংকা থেকেও প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। গত ১৩ নভেম্বর ট্রিপিল জাম্প প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন ইন্দিরা। স্থানাধিকার করায় ইন্দিরা মানপত্র ও ব্রোঞ্জ পেয়েছেন। মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ এই ইন্দিরা বিশ্বাস।
advertisement
আরও পড়ুনঃ বাইসাইকেল "মেয়র" হলেন বর্ধমানের যুবক
advertisement
নিত্যদিন সংসারিক কাজকর্ম সেরে যে টুকু সময় পান সেটুকু সময়ই নিজের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শেখেননি তিনি। সকাল বিকাল মাঠে গিয়ে নিজেই দৌড়ঝাপ প্রতিদিন। এভাবেই নিজের মনের ইচ্ছে থেকে ইন্দিরা প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন। সেখানে সফলতাও পেলেন তিনি। পরিবারের সকলেই এ বিষয়ে তাকে সাহায্য করেছে বলে জানান তিনি। পাশাপাশি ইন্দিরা বলেন , এভাবেই যদি বাড়ির বউরা এগিয়ে এসে কিছু করার চেষ্টা করে তার মতো অনেকেই পারবেন জীবনে সফল হতে।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
November 18, 2022 8:41 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: প্রশিক্ষণ ছাড়াই আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সফল গৃহবধূ!