কিন্তু অত টাকা দেওয়ার সামর্থ তাদের না থাকায় বুধবার সকালে তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখে অপারেশন করার সিদ্ধান্ত নেন। বুধবার রাতে সার্জারী করে তার পেট থেকে ২৫০ টি পেরেক, ১৬ টি কয়েন ও বেশ কিছু পাথর কুচি বের হয়। এতো কিছু কখন খেয়েছে পরিবারের লোকেরা কিছুই জানতেই পারেননি বলেই জানান।
advertisement
আরও পড়ুনঃ পূর্বস্থলীতে চলছে স্কুলড্রেস তৈরির কাজ, কাজ করছেন ১০০ জন মহিলা
মইনুদ্দিনের দাদা মসলিন উদ্দিন বলেন, এনারা চিকিৎসক নন, ভগবান। বর্ধমান হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। ভাই মানসিক ভাবে অসুস্থ তাই এই কান্ড ঘটেছে বলেই জানান তিনি। এ বিষয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, ‘মইনুদ্দিন কে ওর পরিবারের লোকেরা নিয়ে আসার পরে আমাদের চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখে সন্দেহ হয়।
আরও পড়ুনঃ নিজের বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত দিলেন স্বয়ং পাত্র
আগে একটি নার্সিংহোমেও চিকিৎসা করিয়েছেন ওর পরিবারের লোকেরা। অপারেশন করার পরে এভাবে কয়েকশো লোহার পেরেক ও কয়েন উদ্ধারে সকলেই অবাক হন। হাসপাতালের ইতিহাসে সম্ভবত এমন ঘটনা প্রথম। তবে সফল অস্ত্রপ্রচারের পরে রোগী এখন সুস্থ আছেন।’
Malobika Biswas