Purba Bardhaman: পূর্বস্থলীতে চলছে স্কুলড্রেস তৈরির কাজ, কাজ করছেন ১০০ জন মহিলা
Last Updated:
পূর্বস্থলীর কালেখাতলা দুই পঞ্চায়েতের তপস্যা মহিলা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের দ্বারা বানানো স্কুলড্রেস তৈরির কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন কালনার মহকুমাশাসক
পূর্ব বর্ধমান: পূর্বস্থলীর কালেখাতলা দুই পঞ্চায়েতের তপস্যা মহিলা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের দ্বারা বানানো স্কুলড্রেস তৈরির কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন কালনার মহকুমাশাসক সুরেশ কুমার জগৎ ও পূর্বস্থলী দুই ব্লকের বিডিও সৌমিক বাকচী, তপস্যা মহিলা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদিকা শিপ্রা দেবনাথ। জানা গিয়েছে, ২৩ মে থেকে স্কুল ড্রেস তৈরির কাজ শুরু হয়েছে। পাঁচটি হাইস্পিরিট মেশিন এবং পনেরো টি সাধারণ মেশিন দিয়ে চলছে কাজ। ১০০ জন মহিলা দিনে তিনটি সময় ভাগ করে কাজ করছেন।
আপাতত পূর্বস্থলীর দুই ব্লকের কালেখাতলা দুই পঞ্চায়েত , পিলা পঞ্চায়েত, মুকসিমপাড়া ও নিমদহ পঞ্চায়েত এলাকার স্কুলগুলির স্কুলড্রেস তৈরির বরাত পেয়েছেন তাঁরা। আর সেই ড্রেস তৈরির কাজ ঠিকমতো হচ্ছে কি না সেই বিষয়গুলি খতিয়ে দেখতে এদিন হাজির হন বিডিও , এসডিও রা।
advertisement
advertisement
তপস্যা মহিলা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদিকা শিপ্রা দেবনাথ বলেন , মহিলারা বাড়িতে বসেই ছিলেন , এই কাজ শুরু হওয়ায় আর্থিক ভাবে সচ্ছল হয়েছেন বাড়ির মহিলারা। চার থেকে পাঁচ হাজার টাকা মাসে পাচ্ছেন মহিলারা।
আরও পড়ুনঃ বর্ষা আসতে আরও দেরি হলে ক্ষতি হতে পারে চাষের
২২ মে থেকে চলছে এই স্কুলের ড্রেস বানানোর কাজ। বর্তমানে ১০০ জন কাজ করছেন। তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন , এভাবেই যদি মুখ্যমন্ত্রী মহিলাদের পাশে আগামী দিনেও থাকেন তাহলে খুব উপকৃত হবেন ।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
June 17, 2022 10:08 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: পূর্বস্থলীতে চলছে স্কুলড্রেস তৈরির কাজ, কাজ করছেন ১০০ জন মহিলা