TRENDING:

Purba Bardhaman: পূর্বস্থলীতে চলছে স্কুলড্রেস তৈরির কাজ, কাজ করছেন ১০০ জন মহিলা

Last Updated:

পূর্বস্থলীর কালেখাতলা দুই পঞ্চায়েতের তপস্যা মহিলা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের দ্বারা বানানো স্কুলড্রেস তৈরির কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন কালনার মহকুমাশাসক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্বস্থলীর কালেখাতলা দুই পঞ্চায়েতের তপস্যা মহিলা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের দ্বারা বানানো স্কুলড্রেস তৈরির কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন কালনার মহকুমাশাসক সুরেশ কুমার জগৎ ও পূর্বস্থলী দুই ব্লকের বিডিও সৌমিক বাকচী, তপস্যা মহিলা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদিকা শিপ্রা দেবনাথ। জানা গিয়েছে, ২৩ মে থেকে স্কুল ড্রেস তৈরির কাজ শুরু হয়েছে। পাঁচটি হাইস্পিরিট মেশিন এবং পনেরো টি সাধারণ মেশিন দিয়ে চলছে কাজ। ১০০ জন মহিলা দিনে তিনটি সময় ভাগ করে কাজ করছেন।
advertisement

আপাতত পূর্বস্থলীর দুই ব্লকের কালেখাতলা দুই পঞ্চায়েত , পিলা পঞ্চায়েত, মুকসিমপাড়া ও নিমদহ পঞ্চায়েত এলাকার স্কুলগুলির স্কুলড্রেস তৈরির বরাত পেয়েছেন তাঁরা। আর সেই ড্রেস তৈরির কাজ ঠিকমতো হচ্ছে কি না সেই বিষয়গুলি খতিয়ে দেখতে এদিন হাজির হন বিডিও , এসডিও রা।

আরও পড়ুনঃ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ছেলেকে খুন করে ‘আত্মঘাতী’ স্বামী, গ্রেফতার স্ত্রী

advertisement

তপস্যা মহিলা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদিকা শিপ্রা দেবনাথ বলেন , মহিলারা বাড়িতে বসেই ছিলেন , এই কাজ শুরু হওয়ায় আর্থিক ভাবে সচ্ছল হয়েছেন বাড়ির মহিলারা। চার থেকে পাঁচ হাজার টাকা মাসে পাচ্ছেন মহিলারা।

View More

আরও পড়ুনঃ বর্ষা আসতে আরও দেরি হলে ক্ষতি হতে পারে চাষের

advertisement

২২ মে থেকে চলছে এই স্কুলের ড্রেস বানানোর কাজ। বর্তমানে ১০০ জন কাজ করছেন। তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন , এভাবেই যদি মুখ্যমন্ত্রী মহিলাদের পাশে আগামী দিনেও থাকেন তাহলে খুব উপকৃত হবেন ।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: পূর্বস্থলীতে চলছে স্কুলড্রেস তৈরির কাজ, কাজ করছেন ১০০ জন মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল