ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। @WildLense_India ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেই ভিডিওটি দেখা যাচ্ছে, পাইপের মধ্যে প্রথম কেউ একজন ক্যামেরা নিয়ে যান।
আচমকা ক্যামেরা দেখে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে সাপটি। সেই ভিডিও দেখে চমকে ওঠেন সকলে। পরে জানা যায়, এটা আদতে একটি কিং কোবরা।
advertisement
সাধারণত, কিং কোবরা খুব বিষধর সাপ হয়। এর কামড়ে কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিডিওটি আদতে কোথাকার তা এখনও স্পষ্ট নয়। প্রথমে জানা যায়, একটি পাইপের মধ্যে সাপটি লুকিয়ে ছিল। তখন বাড়ির লোকেরা বুঝতে পারেন, সাপটি সেখানে লুকিয়ে রয়েছে। তারপরে পাইপের সামনে ক্যামেরা নিয়ে যাওয়া হয়। কিন্তু ক্যামেরা দেখা মাত্রই সাপটি আক্রমণ করে বসে।
১৯ সেকেন্ডের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। নেটিজেনরা হতবাক ভিডিওটি দেখে। তবে অনেকে সাবধান থাকার বার্তা দিয়েছেন। কারণ, কিং কোবরা অত্যন্ত বিষধর সাপ। ফলে বড় বিপদও হতে পারত। তবে সাপটিকে পরে সেখান থেকে উদ্ধার করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন, ব্যাপক ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত ট্রেন চলাচল, তার ছিঁড়ে-গাছ ভেঙে লণ্ডভণ্ড অবস্থা
আরও পড়ুন, বেড়াতে গিয়ে রেলের উদ্যোগে এ বার স্টেশনেই শপিং করুন চুটিয়ে! রইল সুবর্ণ সুযোগ
অনেকে বলছেন, বাড়িতে এমন কোনও পুরনো পাইপ বা জিনিসপত্র থাকলে, তা যেন মাঝে মধ্যে দেখে নেওয়া হয়। না হলে এমন সাপও এসে ঢুকে থাকতে পারে।