কলকাতাঃ রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত যান চলাচল। শহর থেকে শহরতলির বহু জায়গায় গাছ উপরে পড়ে যান চলাচল ব্যাহত। শিয়ালদহ এবং হাওড়ার একাধিক লাইনে ওভারহেড়ের তার ছিঁড়ে ব্যাহত ট্রেন চলাচল। ফলে অফিস থেকে ফেরার পথে নাজেহাল সাধারণ মানুষ।
এ দিন ঝড়ের দাপটে শিয়ালদহ-রানাঘাট শাখায় শ্যামনগর ও কাঁকিনাড়ার মধ্যে ওভারের তার ছিঁড়ে পড়েছে। তার জেরে ট্রেন চলাচল বন্ধ। শিয়ালদহ দক্ষিণ শাখায় জয়নগর ও দক্ষিণ বারাসাতের মধ্যে তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ। হাওড়া মেইন এবং কড শাখায় একাধিক জায়গায় ওভারহেডের তার ছিঁড়ে পড়ায় ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত।
আরও পড়ুনঃ কলকাতায় ফের কাঁপিয়ে ঝড়বৃষ্টি, ভাসবে শহরের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম
ঝড়ে ব্যানার ছিঁড়ে ট্রেনের ইলেকট্রিক তারে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, তার জেরে বন্ধ ট্রেন। হাওড়া শাখার বর্ধমান মেন লাইনে হিন্দমোটর এবং কোন্নগর স্টেশনের মাঝে আপ লাইনে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আপ হাওড়া-আরামবাগ লোকাল।শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে আপ ও ডাউন ট্রেন বন্ধ। ঝড়ে একাধিক জায়গায় ওভারহেড তারে গাছ ডাল পড়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন, আপ ও ডাউন ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ দক্ষিণ বারাসাত, হোগলা স্টেশনে। সেখানে প্ল্যাটফর্মের শেড উড়ে গিয়ে পড়েছে তারের ওপর। প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে রেললাইন ধরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা ট্রেন যাত্রীদের।
বালিগঞ্জ স্টেশন, জয়নগর-মথুরাপুর স্টেশনের মাঝে ওভারহেড তারে গাছের ডাল ও ফ্লেক্স পড়ে রয়েছে। টাওয়ার ভ্যান কাজ শুরু করেছে। বারুইপুর লক্ষ্মীকান্তপুর ডাউন লাইনে দু-জায়গায় ওভারহেড তারে ফ্লেক্স আটকে গিয়েছিল, ওভারহেড তারে সেগুলো সরানোর কাজ শেষ হয়েছে।
এ দিকে, প্রাকৃতিক দুর্যোগে উলুবেড়িয়া ও বাগনানে মৃত দুই। হঠাৎ ঝড়ে উলুবেড়িয়া বহিরা ছোট আমশায় বাড়ি চাপা পড়ে মৃত্যু রামচন্দ্র মণ্ডলের (৬০)। অন্যদিকে, বাগনানের বরুন্দায় গাছ চাপা পড়ে মৃত ১, মৃতের নাম রজনী পাণ্ডে (৪২)। ঝড় বৃষ্টির সময় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময়ে খেজুর গাছ চাপ পড়ে মৃত্যু হয়েছে তাঁর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Local Train