*কলকাতায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী দু-তিন ঘণ্টায় ফের কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলায়। ফাইল ছবি।
*বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতরের। ফাইল ছবি।
*ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে তিন জেলায়। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। ফাইল ছবি।
*শহরের কুড়িটি জায়গায় ইতিমধ্যেই গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। বেলেঘাটা, মণীন্দ্র কলেজের সামনে, পটারি রোড, ভিক্টোরিয়া, ময়দান, জাদুঘর, লেক কালীবাড়ি, হরিশ চ্যাটার্জী স্ট্রিট, খিদিরপুরের বিভিন্ন এলাকায় চারটি গাছ পড়েছে। ফাইল ছবি।
*ইতিমধ্যেই প্রত্যেকটি জায়গায় কলকাতা পুরসভার উদ্যান বিভাগের দুটি করে টিম কাজ করছে। ফাইল ছবি।
...