হোম /খবর /দেশ /
বেড়াতে গিয়ে রেলের উদ্যোগে এ বার স্টেশনেই শপিং করুন চুটিয়ে! রইল সুবর্ণ সুযোগ

One Station One Product: রেলের উদ্যোগে স্টেশনে পিঠে, গামছা থেকে পাটের জিনিস স্থানীয় শিল্পীদের হাতের কাজ কেনার সুবর্ণ সুযোগ যাত্রীদের! জানুন কোথায়

One Station One Product: ভারত সরকারের ‘ভোকাল ফর লোকাল’ দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য ভারতীয় রেলওয়ের ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (ওএসওপি) প্রকল্প চালু করল রেলমন্ত্রক

  • Share this:

কলকাতা : স্থানীয় বা দেশীয় পণ্য সামগ্রী বাজারে আনতে এবং সমাজের প্রান্তিক শ্রেণীর জন্য অতিরিক্ত উপার্জনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ভারত সরকারের ‘ভোকাল ফর লোকাল’ দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য ভারতীয় রেলওয়ের ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (ওএসওপি) প্রকল্প চালু করল রেলমন্ত্রক। এই প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট স্থানটির নির্দিষ্ট স্থানীয় অথবা সংশ্লিষ্ট অঞ্চলের দেশীয় পদ্ধতিতে উৎপাদন করা পণ্যের প্রদর্শন, বিক্রির জন্য রেলওয়ে স্টেশনগুলিতে ওএসওপি আউটলেট বরাদ্দ করা হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে ১০ মে, ২০২৩ তারিখ পর্যন্ত অসমে ৩৬টি, পশ্চিমবঙ্গে ৩৩টি ও অরুণাচল প্রদেশে ০১টি রেলওয়ে স্টেশনে ১০৭টি ওএসওপি আউটলেট কার্যক্ষম রয়েছে। সবগুলি স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জিনিসের প্রদর্শন ও বিপণন করা হচ্ছে। অসমের গুয়াহাটি, ডিব্রুগড়, নিউ তিনসুকিয়া, পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি-সহ কিছু প্রধান স্টেশনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। বিভিন্ন ধরনের অসমিয়া পিঠা, ঐতিহ্যবাহী অসমিয়া গামোছা, ঐতিহ্যবাহী রাজবংশী পোশাক, ঝাপি, স্থানীয় বস্ত্র, পাটের সামগ্রী (টুপি, গামোছা, পুতুল), হস্ততাঁত সামগ্রীর পাশাপাশি অন্যান্য স্থানীয় খাদ্য সামগ্রী যাত্রীদের মনোযোগ আকর্ষণ করেছে।

 

দেশীয় সাংস্কৃতি ও ঐতিহ্য প্রকাশের পাশাপাশি বিক্রেতা ও তাঁদের পরিবারের জীবনে এই ওএসওপি এক বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। যে সব বিক্রেতা ওএসওপি আউটলেট চালাচ্ছেন, তাঁদের পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা সৃষ্টি করেছে এই প্রকল্প। গুয়াহাটি স্টেশনের একটি ওএসওপি আউটলেটের স্বত্বাধিকারী শ্রীমতি সুমারি নার্জারি নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্মের পাশাপাশি জীবিকার উৎস প্রদানের জন্য ভারত সরকার ও রেল মন্ত্রককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই প্রকল্পটি স্থানীয় অর্থনীতি উন্নয়নেও সাহায্য করেছে।

 

এই প্রকল্পটির পাইলট প্রোজেক্ট-এর কাজ ২৫-০৩-২০২২ তারিখে শুরু হয়েছিল এবং ০১-০৫-২০২৩ তারিখ পর্যন্ত দেশের ২১টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৮৫টি ওএসওপি আউটলেট সহ ৭২৮টি স্টেশন অন্তর্ভুক্ত হয়েছে। অভিন্নতার জন্য ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউট-এর মাধ্যমে এই ওএসওপি স্টলগুলি সাজানো হয়েছে। মার্চ,২০২২ থেকে ০১-০৫-২০২৩ পর্যন্ত ক্রমবর্ধমানভাবে ২৫,১০৯ জন প্রত্যক্ষ সুবিধা লাভ করেছেন।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Indian Railways