গত দু'বছর করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে একাধিক বিধিনিষেধ জারি থাকার কারণে এই কৌশিকী অমাবস্যায় ভক্তদের ভিড়ে ভাটা পড়েছিল। তবে এই বছর সবকিছু স্বাভাবিক থাকার পরিপ্রেক্ষিতে ফের স্বাভাবিক হয় কৌশিকী অমাবস্যায় তারাপীঠ। এদিন সকাল থেকেই লক্ষ লক্ষ ভক্তদের সমাগম দেখা যায় তারাপীঠে।
আরও পড়ুনঃ ঝাঁ চকচকে বিশাল বাড়ি, কোটি টাকার জমি! CBI স্ক্যানারে অনুব্রতর ড্রাইভার আনারুল
advertisement
কৌশিকী অমাবস্যায় রীতি মেন তারাপীঠে তারা মায়ের জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়। এ দিন তারাপীঠে তারা মায়ের বিশেষ ভোগ ছাড়াও অন্যতম আকর্ষণ হল তারা মায়ের সন্ধ্যারতি। সন্ধ্যাবেলায় এই সন্ধ্যারতি দেখার জন্য বহু ভক্তদের সমাগম ঘটে। এছাড়াও সন্ধ্যাতির পর আয়োজন করা হয় বিশেষ কলেজ যাত্রার। পাশাপাশি এই বছর থেকে তারাপীঠে বামাক্ষ্যাপার বিশেষ পুজোর আয়োজন করে মন্দির কমিটি। সাধক বামাক্ষ্যাপা এই দিন সিদ্ধিলাভ করেছিলেন বলে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়।
অন্যদিকে, কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাতে মহাযজ্ঞ এবং আরতির আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে সারারাত মন্দির খোলা রাখেন তারাপীঠ মন্দির কমিটি। এর পাশাপাশি মহাশ্মশানে দূরদূরান্ত থেকে আগত সাধুরা সিদ্ধি লাভের আশায় সারারাত ধরে যজ্ঞের আয়োজন করেন। দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য মন্দির কমিটি এবং প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বছর অমাবস্যা শুরু হয় শুক্রবার বেলা ১২টা ২৬ মিনিটে এবং শেষ হবে আজ শনিবার দুপুর ১টা ৪৭ মিনিটে।
Madhab Das