#বোলপুর: গরু পাচার-কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। মিলেছে তার ঘনিষ্ঠদের নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি। এরই মধ্যে অনুব্রত মণ্ডলের ড্রাইভারের ঝাঁ চকচকে দোতলা বাড়ি এখন এলাকায় আলোচনার কেন্দ্রে।
দীর্ঘদিন ধরেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ড্রাইভার হিসাবে কাজ করছেন আনারুল শেখ। এই আনারুল শেখের গ্রামের বাড়ি বোলপুর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খিরুলি গ্রামে। আনারুল শেখ ছাড়াও তার বাড়িতে স্ত্রী, মা, দাদা, বৌদি রয়েছেন। দাদা জানে আলম রাজমিস্ত্রি। তবে গ্রামের বাড়ি ছেড়ে তারা বেশ কয়েক বছর আগে বোলপুরের গুরুপল্লিতে একটি ঝাঁ চকচকে দোতলা বাড়ি বানান। তারা এখন সেখানকারই স্থায়ী বাসিন্দা।
আরও পড়ুনঃ পুজো এগোতেই বাড়ছে বৃষ্টি, আজ ফের ভাসবে বাংলা, সতর্কতা হাওয়া অফিসের
আনারুলের বোলপুরের গুরুপল্লিতে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি আনুমানিক তিন কাঠা জায়গার উপর তৈরি। প্রাসাদোপম না হলেও বাড়িটি খুব একটা ছোট নয় এবং কারুকার্য চোখে পড়ার মতো। যে জায়গায় এই বাড়িটি তৈরি করা হয়েছে সেখানকার জমির মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা কাঠা। পাশাপাশি তাদের বোলপুর ইলামবাজার রোডের ওপর একটি এক বিঘা সমান জায়গা রয়েছে বলেও জানা যাচ্ছে। স্থানীয়দের দাবি, এই জায়গার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
গরু পাচার কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হওয়া এবং অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর স্থানীয় বাসিন্দারা সরাসরি কিছু না বললেও, তাদের মধ্যে এই দুই ভাইয়ের আয়ের উৎস নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। যদিও আনারুল শেখের বৌদি দাবি করেছেন, তারা গ্রামের জমি, বাড়ি বিক্রি করে এই বাড়ি তৈরি করেছেন। অন্যদিকে আনারুল শেখের দাদা জানে আলমের দাবি, রাজমিস্ত্রির কাজ করে টাকা সঞ্চয় করার পর তারা এই সকল সম্পত্তি করেছেন।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার আগে গ্রেফতার হন তার নিরাপত্তা রক্ষী সায়গাল হোসেন। তিনি গ্রেফতার হওয়ার পর তার কোটি কোটি টাকার সম্পত্তি সামনে আসতে শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের ড্রাইভার আনারুল শেখের এমন বাড়িঘর এবং জমি জমা নিয়েও রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
Madhab Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal