TRENDING:

Money Mantra: ৫ মে হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে

Last Updated:

Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
এরপর কি আর সঞ্চয় বা বিনিয়োগ করা যাবে? সন্দেহ আছে। বাড়ি কেনার সঙ্গে সঙ্গে কেরিয়ার আটকে যাচ্ছে। অন্য কোনও শহরে কেরিয়ার শুরু করার সম্ভাবনা থাকছে না। চাকরি ছেড়ে ব্যবসা বা অন্য কিছু শুরু করাও যাবে না কারণ ঋণ শোধ করতে হবে।
এরপর কি আর সঞ্চয় বা বিনিয়োগ করা যাবে? সন্দেহ আছে। বাড়ি কেনার সঙ্গে সঙ্গে কেরিয়ার আটকে যাচ্ছে। অন্য কোনও শহরে কেরিয়ার শুরু করার সম্ভাবনা থাকছে না। চাকরি ছেড়ে ব্যবসা বা অন্য কিছু শুরু করাও যাবে না কারণ ঋণ শোধ করতে হবে।
advertisement

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

ধৈর্য ও বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজের ক্ষেত্রে কোনও প্রলোভনে পা দেওয়া ঠিক হবে না।

প্রতিকার: ভগবান শিবের অভিষেক করুন।

আরও পড়ুন: হঠাৎ এ কী রূপ অনুব্রত মণ্ডলের…? তিহাড়ে ‘সুকন্যা’ যেতেই আমূল ‘ভোলবদল’ কেষ্টর! কী কারণ? তুমুল জল্পনা!

advertisement

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

ব্যবসায় সহজতা বজায় রাখতে হবে। বাণিজ্যিক কাজে গতি আসবে। পরিকল্পনা বাস্তবায়িত হবে।

প্রতিকার: হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

পেশাদাররা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণ ও লাভের দিকে নজর দিতে হবে।

প্রতিকার: রাম মন্দিরে পতাকা অর্পণ করুন।

advertisement

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণিঝড়…! ১৬ রাজ্যে ভারী বৃষ্টি, তুষারপাত সতর্কতা! বাংলা-সহ একাধিক রাজ্যে আবহাওয়ার বিরাট খেল! মেগা আপডেট আইএমডি-র

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

কর্মক্ষেত্রে আশানুরূপ কাজ করা সম্ভব হবে। পৈতৃক ব্যবসায় লাভের সম্ভাবনা। সম্পদ বাড়বে।

প্রতিকার: মা সরস্বতীকে পুষ্পমাল্য নিবেদন করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

advertisement

সর্বক্ষেত্রে কাজ এগিয়ে যাবে। উৎসাহ বাড়বে। প্রত্যাশার চেয়ে বেশি ভাল ফল পাওয়া যাবে।

প্রতিকার: লাল গরুকে গুড় খাওয়ান।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। গুরুতর বিষয়ে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা। জয়ের মনোভাব তৈরি হবে।

প্রতিকার: সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

advertisement

লক্ষ্য পূরণে সাফল্য আসতে চলেছে। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা।

প্রতিকার: পিঁপড়েদের জন্য ময়দায় চিনি মিশিয়ে রাখুন।

আরও পড়ুন: কেন মঞ্চে চেয়ার রাখছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়…? ‘আসল’ রহস্য ফাঁস করলেন মমতা! যা বললেন তৃণমূলনেত্রী

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

কর্মপ্রচেষ্টায় গতি আসবে। পরিকল্পনা বাস্তবায়িত হবে। সব দিকে সাফল্য।

প্রতিকার- শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যক্তির সেবা করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

অর্থনৈতিক বিষয়ে দ্রুততা বজায় থাকবে। শুভ সময়ের সঠিক সুবিধা নিতে হবে। একাধিক উৎস থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার- কালো কুকুরকে মিষ্টি খেতে দিন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। কর্ম ব্যবসা স্বাভাবিক থাকবে। গবেষণায় আগ্রহ বাড়বে।

প্রতিকার- বন্দি পাখিদের মুক্ত করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

কর্মক্ষেত্রে দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে। উৎসাহ ও সাহস বৃদ্ধি পাবে। কেরিয়ারে নানা ধরনের সুযোগ আসবে।

প্রতিকার- দরিদ্রদের সাদা কোনও সামগ্রী দান করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

কর্ম পরিকল্পনা কাজে লাগাতে হবে। প্রলোভনে পা দেওয়া যাবে না। অর্থনৈতিক বিষয়ে নিয়ন্ত্রণ থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

প্রতিকার- দুর্গা মন্দিরে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Money Mantra: ৫ মে হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল