Anubrata Mandal: হঠাৎ এ কী রূপ অনুব্রত মণ্ডলের...? তিহাড়ে 'সুকন্যা' যেতেই আমূল 'ভোলবদল' কেষ্টর! কী কারণ? তুমুল জল্পনা!

Last Updated:

Anubrata Mandal || Sukanya Mondal: আচমকাই তাঁকে দেখা গেল ভোল পাল্টে অন্য রূপে। হঠাৎই অচেনা পোশাকে ধরা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
নয়াদিল্লি: পরনে সবুজ পাঞ্জাবি আদালতে হাজিরা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অভিযুক্ত হওয়ার পর ইডির হেফাজতে দিল্লি যাওয়ার পর থেকেই এই চেনা চেহারাতেই বার বার আদালত চত্বরে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে।
এবার আচমকাই তাঁকে দেখা গেল ভোল পাল্টে অন্য রূপে। হঠাৎই অচেনা পোশাকে ধরা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বৃহস্পতিবার তিনি পরেছিলেন গেরুয়া টি শার্ট। যা এখন রাজনীতির অঙ্গনে নতুন করে তুমুল চর্চায়।
advertisement
এদিন একটি হুইল চেয়ারে বসে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির হন অনুব্রত মণ্ডল। তাঁর পরণে ছিল গেরুয়া রঙের টিশার্ট। অনেকেই অবশ্য দাবি করছেন, গেরুয়া নয়, রংটি আসলে রাস্ট। তবে গেরুয়া ঘেঁষা এই রঙে বেশ অচেনা ঠেকছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে।
advertisement
অনুব্রতর গায়ে এই প্রথম দেখা গেল গেরুয়া রঙের পোশাক। প্রসঙ্গত, দোলের দিন আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা হয়ে দিল্লি পৌঁছন অনুব্রত মণ্ডল। এরপর থেকে একাধিকবার তাঁর পরণে সবুজ রঙের পাঞ্জাবিই দেখা গিয়েছে। একটাই যে পাঞ্জাবি এতদিন পরেছেন তাও নয়। পাঞ্জাবি বদলেছেন, তবে রং কিন্তু একই থেকেছে। ‘দাদার’ অনুগামীদের দাবি, ‘দাদা যে মনেপ্রাণে দলটাকে ভালবাসে, এই পোশাকের রঙেই দাদার নীরব বার্তা।’
advertisement
এখানেই শেষ নয়, অনুব্রত ঘনিষ্ঠ সূত্রে শোনা যায়, কেষ্টর পয়মন্ত রং নাকি সবুজ।তাহলে সেই কেষ্টবাবুর হঠাৎই রং বদলের নেপথ্যে কী রহস্য আছে কোনও? আছে কী বিশেষ কারণ? ওদিকে, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলেরও বর্তমান ঠিকানা তিহাড়ের এই জেল। মেয়েকে গ্রেফতার করা নিয়ে ইতিমধ্যেই বার বার উষ্মা প্রকাশ করেছেন কেষ্ট মণ্ডল। এদিনও তিনি বলেন, বিবেক বলে কিছু নেই আপনাদের? মেয়েটাকেও গ্রেফতার করলেন!” কার্যতই ভেঙে পড়েন অনুব্রত।
advertisement
প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রতর মণ্ডলের পর গত বুধবার গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। অনুব্রতর পাশে ৬ নম্বর সেলেই রয়েছেন সুকন্যা। কিন্তু, জেলসুত্রে খবর, এখনও বাবার সঙ্গে দেখা হয়নি তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mandal: হঠাৎ এ কী রূপ অনুব্রত মণ্ডলের...? তিহাড়ে 'সুকন্যা' যেতেই আমূল 'ভোলবদল' কেষ্টর! কী কারণ? তুমুল জল্পনা!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement