Mamata Abhishek: কেন মঞ্চে চেয়ার রাখছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়...? 'আসল' রহস্য ফাঁস করলেন মমতা! যা বললেন তৃণমূলনেত্রী

Last Updated:

Mamata Banerjee || Abhishek Banerjee: মালদহে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আগাগোড়াই নিজের চেনা ছন্দে ছিলেন মুখ্যমন্ত্রী।

মালদহ: মালদহে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আগাগোড়াই নিজের চেনা ছন্দে ছিলেন মুখ্যমন্ত্রী। ইংরেজবাজারে ‘তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ ভাবে কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই একাধিক ইস্যুতে রাজ্যের বিভিন্ন বিরোধী দলকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বার বারই উঠে আসে অভিষেকের প্রশংসা।
অভিষেককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিষেক বয়সে ছোট। দুবার এমপি৷ ওকে বারণ করেছিলাম। এই দুর্যোগে এই প্রোগ্রাম না নিতে৷ কিন্তু এখনকার ছেলে মেয়েদের জেদ বেশি। তাঁরা মনে করে রাস্তায় থেকে মানুষকে চিনি। আর এটাই ওদের নব জোয়ার যাত্রা।”
advertisement
advertisement
একইসঙ্গে স্বাস্থ্য সচেতন অভিষেক কী ভাবে নিজেকে ফিট রেখেছেন সেই রহস্যও ফাঁস করলেন মমতা। হালকা ছলে মমতা বলেন, “এক্সাসাইজ করার সময় পাচ্ছে না। তাই স্টেজে হেঁটে হেঁটে একের পর এক সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।” এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে বলেন, “এই কারণেই মঞ্চে একটাও চেয়ার রাখা হচ্ছে না।”
advertisement
পঞ্চায়েত ভোটের আগে স্বচ্ছতায় জোর দিয়ে প্রার্থী বাছাইয়ের লক্ষ্য নিয়ে নতুন জনসংযোগ কর্মসূচিতে নেমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরছেন। এই মুহূর্তে তিনি মালদহে। আর একই সময়ে প্রশাসনিক সফরে একই জেলায় উপস্থিত মুখ্যমন্ত্রী। ইংরেজবাজারে তাই এক মঞ্চে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অভিষেকের নেতৃত্বে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির প্রশংসা করেন।
advertisement
মমতা বলেন, ”এই কর্মসূচি মানুষ খুব ভালভাবে গ্রহণ করেছে। তাই আমারও সমর্থন আছে। যেখানে মানুষের সমর্থন, সেখানেই আমার সমর্থন থাকবে।” স্নেহের স্বরে মঞ্চে উপস্থিত অভিষেককে বলেন, “তোর অনেক হাঁটা হল।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Abhishek: কেন মঞ্চে চেয়ার রাখছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়...? 'আসল' রহস্য ফাঁস করলেন মমতা! যা বললেন তৃণমূলনেত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement