একজন বিবাহিত মহিলা স্বামী এবং দুই ছেলেমেয়েকে ছেড়ে তাঁর ছেলেমেয়ের টিউশন শিক্ষক সঙ্গে পালিয়ে যাওয়ায় ইন্টারনেটে ব্যাপক ক্ষোভ এবং আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি সামনে আসে যখন X-এ একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে মহিলার স্বামী ক্যামেরার সামনে সরাসরি কথা বলেন, হাতে একটি ফাইল নিয়ে, যাতে তাঁর পরিবারের নথি ও ছবি ছিল।
advertisement
আরও পড়ুন: সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন? কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলকাতা জাদুঘরে চাকরির সুযোগ
ভেঙে পড়লেও, তিনি শান্তভাবে নিজের কথা বলেন। তিনি বলেন, “আমার নাম মণীশ তিওয়ারি। আমার স্ত্রীর নাম রোশনি রানি। শুভম কুমার মেহতা, যিনি টিউশন মাস্টার, আমাদের বাড়িতে আসতেন। তিনি ওনার সঙ্গে পালিয়ে গেছেন, আমাকে আর আমাদের দুই ছেলেমেয়েকে ফেলে রেখে। এখন আমি আর ওনাকে ফেরত চাই না।”
মণীশের কথায়, ওই শিক্ষক টিউশন ক্লাসের অজুহাতে বারবার তাঁদের বাড়িতে আসতেন। তিনি বলেন, “তাঁর স্ত্রীর হঠাৎ উধাও হয়ে যাওয়াটা ছিল একেবারে অপ্রত্যাশিত, কারণ বাড়িতে কোনও সমস্যা বা অশান্তির চিহ্ন ছিল না“।
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তোলেন, কী ভাবে বাড়ির ভেতরের বিশ্বাস এতটা ভেঙে যেতে পারে, আবার কেউ কেউ ওই শিক্ষককে দোষারোপ করেন, বলেন, যিনি ছোটদের ভবিষ্যৎ গড়ার দায়িত্বে থাকেন, তিনি কীভাবে একটি পরিবারের বিশ্বাস ভাঙতে পারেন।
