TRENDING:

Viral: Mumbai StreetFood: নামের পাশে ‘ডক্টর’ পরিচয়! ৩০ বছর ধরে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন এই মহিলা

Last Updated:

Viral: Mumbai StreetFood: মুম্বইয়ের রাজপথে এমনই এক খাবার বিক্রেতাকে পাওয়া গিয়েছে, যাঁর নামের পাশে উজ্জ্বল ‘ডক্টর’ পরিচয়! বাড়িতে রান্না করা তাজা খাবার তিনি বিক্রি করছেন রাস্তার ধারের স্টলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : স্ট্রিটফুড খেতে আমরা কমবেশি সকলেই ভালবাসি৷ খাবারের স্বাদের পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকে গল্পও৷ অনেক সময়েই সেই গল্প খাবারের স্বাদের থেকেও বেশি মুখরোচক হয়ে ওঠে৷ সম্প্রতি মুম্বইয়ের রাজপথে এমনই এক খাবার বিক্রেতাকে পাওয়া গিয়েছে, যাঁর নামের পাশে উজ্জ্বল ‘ডক্টর’ পরিচয়! বাড়িতে রান্না করা তাজা খাবার তিনি বিক্রি করছেন রাস্তার ধারের স্টলে৷ এই তথ্য শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য খাদ্যরসিকদের৷
ছবি : ইনস্টাগ্রাম
ছবি : ইনস্টাগ্রাম
advertisement

কিন্তু কেন ‘ডক্টর’ পরিচয় সত্ত্বেও তিনি খাবার বিক্রি করছেন? সে উত্তর দিয়েছেন এক ফুডব্লগার, তাঁর ইনস্টাগ্রামে৷ সেখানে জানানো হয়েছে, ৫৫ বছর বয়সি ডক্টর সুনীতার গত ৩০ বছর ধরে এই দোকান চালাচ্ছেন৷ এই উদ্যোগে তাঁর সঙ্গে সামিল সুনীতার স্বামীও৷ এর বাইরে সুনীতার আরও একটি পরিচয় আছে৷ তিনি একজন নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান৷ তাঁর জীবনদর্শন হল, ইচ্ছে থাকলে একজন একই সময়ে চারটে কাজও করতে পারেন৷ তাই নিজের পেশার বাইরে তিনি খাবারের দোকানও চালান৷ বলছেন সুনীতা৷

advertisement

আরও পড়ুন : শ্যাম্পুর আগে এসবের একটাও করছেন না! গরমে চুলের দফারফা হবে

ইনস্টাগ্রাম ফুড ব্লগার তাঁর পোস্টে সুনীতার স্টল এবং স্টলে তাঁর কাজ নিয়ে লিখেছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খাবারভর্তি পাত্রের পিছনে দাঁড়িয়ে আছেন৷ তাঁর কাছে যে থালি পাওয়া যায়, তাতে ৪০ টাকার বিনিময়ে পাওয়া যায় ভাত, ডাল, রুটি, তরকারি, পুরী, আচার এবং পাঁপড়৷

advertisement

আরও পড়ুন : আপনি অন্তঃসত্ত্বা? এই খাবারের গুণে সব জটিলতা এড়িয়ে চলুন

আরও পড়ুন : ব্রেস্ট ক্যানসারের এই ভয়ঙ্কর ধরনকে প্রতিহত করতে জাদুর মতো কাজ করে এই মশলা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে ৩০ হাজারেরও বেশি ভিউজ এসেছে৷ লাইক প্রায় ১৮ হাজার৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর ভূমিকায়৷ ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট পরিচয়ের বাইরে তাঁর এই ভূমিকায় মুগ্ধ নেটদুনিয়া৷ খাবারের স্বাদও ভাল বলে মত নেটিজেনদের৷ তাঁকে বাহবা ও কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: Mumbai StreetFood: নামের পাশে ‘ডক্টর’ পরিচয়! ৩০ বছর ধরে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন এই মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল