কিন্তু কেন ‘ডক্টর’ পরিচয় সত্ত্বেও তিনি খাবার বিক্রি করছেন? সে উত্তর দিয়েছেন এক ফুডব্লগার, তাঁর ইনস্টাগ্রামে৷ সেখানে জানানো হয়েছে, ৫৫ বছর বয়সি ডক্টর সুনীতার গত ৩০ বছর ধরে এই দোকান চালাচ্ছেন৷ এই উদ্যোগে তাঁর সঙ্গে সামিল সুনীতার স্বামীও৷ এর বাইরে সুনীতার আরও একটি পরিচয় আছে৷ তিনি একজন নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান৷ তাঁর জীবনদর্শন হল, ইচ্ছে থাকলে একজন একই সময়ে চারটে কাজও করতে পারেন৷ তাই নিজের পেশার বাইরে তিনি খাবারের দোকানও চালান৷ বলছেন সুনীতা৷
advertisement
আরও পড়ুন : শ্যাম্পুর আগে এসবের একটাও করছেন না! গরমে চুলের দফারফা হবে
ইনস্টাগ্রাম ফুড ব্লগার তাঁর পোস্টে সুনীতার স্টল এবং স্টলে তাঁর কাজ নিয়ে লিখেছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খাবারভর্তি পাত্রের পিছনে দাঁড়িয়ে আছেন৷ তাঁর কাছে যে থালি পাওয়া যায়, তাতে ৪০ টাকার বিনিময়ে পাওয়া যায় ভাত, ডাল, রুটি, তরকারি, পুরী, আচার এবং পাঁপড়৷
আরও পড়ুন : আপনি অন্তঃসত্ত্বা? এই খাবারের গুণে সব জটিলতা এড়িয়ে চলুন
আরও পড়ুন : ব্রেস্ট ক্যানসারের এই ভয়ঙ্কর ধরনকে প্রতিহত করতে জাদুর মতো কাজ করে এই মশলা
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে ৩০ হাজারেরও বেশি ভিউজ এসেছে৷ লাইক প্রায় ১৮ হাজার৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর ভূমিকায়৷ ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট পরিচয়ের বাইরে তাঁর এই ভূমিকায় মুগ্ধ নেটদুনিয়া৷ খাবারের স্বাদও ভাল বলে মত নেটিজেনদের৷ তাঁকে বাহবা ও কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা৷