TRENDING:

Palindrome Date: বাবা-মায়ের সৌভাগ্যের প্রতীক কন্যা সন্তানের জন্ম 22-02-22, রাত 2:22, সারল মায়ের ক্যান্সার, চিকিৎসকের শেষ চেষ্টার বড় জবাব এই মেয়েই

Last Updated:

Palindrome Date: সমস্ত প্রতিকূলতা জয় করে সবার মুখে হাসি ফোটাল এই সদ্যোজাত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পলিড্রম ডেট (Palindrome Dates) দুর্লভ বলেই মনে করা হয় ৷ যকন এমন হয় তখন নানান ধরনের ভাল সংযোগ স্থাপিত হয়ে থাকে ৷ একজন ক্যান্সার আক্রান্ত মানুষের কাছে ২২ ফেব্রুয়ারি ২০২২ দিনটি কোনও রকমের চমৎকারের এটি এক দুর্দান্ত সংযোগ ছাড়া আর কিছুই নয় ৷ ২২ ফেব্রুয়ারিকে TWOS Day বলে পরিচিত ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

আরও পড়ুন: Viral Groom Bride Video: বিয়ের আগেই এমন মু্দ্রায় বর ছবি তুললেন! কনেও সব রেকর্ড চুরমার করলেন, ভিডিওতে তোলপাড় চারিদিকে

কেননা সেই দিন তারিখ ছিল ২২.০২.২০২২ ৷ সামনে বা পিছন থেক পড়লে একই রকমের হয়ে থাকে ৷ সেই দিনই একটি শিশুর জন্ম হয়েছে ৷ যা একটি সংযোগ বলেই মনে করা হয় ৷ সেই কোনও জুটির কাছে একটি বিশেষ মুহূর্ত ৷ জন্মের জন্য তিথি, সময় ও স্থান সংখ্যাতত্ত্ব অনুযায়ী মিলে গেলে তা এক বিশেষ সংযোগ বলেই মনে করা হয় ৷

advertisement

আরও পড়ুন: Viral News: হাতে মৃত্যুর সরঞ্জাম মহিলার! সায়নাইডের থেকে ১০ হাজার গুণ বিষাক্ত, এক মিনিটে ২৬ জনকে মারতে পারে

আবেরলি এবং হ্যাঙ্ক স্পিকার (Aberli and Hank Spear) এটি এমনই হয়ে থাকে ৷ ২২ ফেব্রুয়ারি একজনে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে ৷ তাঁরা অত্যন্ত খুশি হয়েছিলেন কেননা চিকিৎসকেরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছিলেন ওই জুটির কখনই সন্তান হবেনা ৷

advertisement

২২ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার রাত ২.২২ Cone Health Allamance Regional Medical Center in Burlington, ২ নম্বর কেবিনে শিশুর জন্ম হয়ে ৷ শিশু সন্তানের মা এবরেলি হগকিংস লিফোমা (Hodgkin’s Lymphoma) ৷

আরও পড়ুন: Viral News: রাতে হঠাৎ জ্বর, সকালে উঠে জীবনের ২০ টা বছরের স্মৃতি ভুলে গেলেন মহিলা!

advertisement

ক্যান্সারের চিকিৎসা চলছে তাঁর প্রাণ বেঁচে গিয়েছে ৷ তিনি সন্তানের জন্ম দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন ৷ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন খারাপ সময়ের পরে স্পিয়ার্স অনেক ধৈর্য্যের জন্য পুরস্কৃত হয়েছেন ৷ সূত্রের খবর কন্যা সন্তানের বাবা-মা হয়ে তাঁরা প্রিয় সন্তানের নাম রেখেছেন 'জুদাহ' (Judah) যার অর্থ হিব্রুতে স্তুতি ৷

আরও পড়ুন: Bride Groom Viral Video: বিয়ের আগেই এমন কাণ্ড! মালাবদলের সময়ের বরের কীর্তিতে লজ্জায় লাল নতুন বউ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মা হওয়ার পরে এবরেলি জানিয়েছেন এই শিশুই তাঁদের জীবনে পরিবর্তন আনবে কন্যা সন্তানের ওজন হয়েছে ৭ পাউন্ড ১০ আউন্স অর্থাৎ মোট ১২২ আউন্স ৷ ২০১৪-এ জানতে পারা গিয়েছে এবরলিকে ২০২০-তে চিকিৎসকেরা স্পষ্ট করে দিয়েছেন তাঁর সন্তান হওয়ার কোনও সম্ভাবনাই নেই ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Palindrome Date: বাবা-মায়ের সৌভাগ্যের প্রতীক কন্যা সন্তানের জন্ম 22-02-22, রাত 2:22, সারল মায়ের ক্যান্সার, চিকিৎসকের শেষ চেষ্টার বড় জবাব এই মেয়েই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল