Viral Groom Bride Video: বিয়ের আগেই এমন মু্দ্রায় বর ছবি তুললেন! কনেও সব রেকর্ড চুরমার করলেন, ভিডিওতে তোলপাড় চারিদিকে

Last Updated:

Viral Video: প্রিওয়েডিং শ্যুটে হবু বর ও কনে এমন ঘটনাটি ঘটালেন যা দুর্বার গতিতে ভাইরাল হয়েছে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#Wedding Photoshoot: বিয়ের মরশুমে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে নানান দৃশ্যও ৷ কোনও ভিডিও-র বার্তা অত্যন্ত গঠনমূলক তো কোনও ভিডিও-র বার্তায় আছে হাসির উপাদান ৷ তবে মনে হয়ত অনেক সময় মানুষ জেনে বুঝেই নানান ধরনের ভিডিও শ্যুট করেন ৷ না কি এমন এমনই করে থাকেন কোনও কিছু না ভেবেই ৷
আরও পড়ুন: Ashiqui Fame Anu Aggarwal: ২৯ দিন কোমা! স্মৃতি বিভ্রাট, একটি দুর্ঘটনাই জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে, নব্বইয়ের দশকের সুপারহিট নায়িকা আজ কেমন আছেন?
এমনই এক প্রিওয়েডিং ফটোশ্যুটের ভিডিও-তে (Pre Wedding Photoshoot Video) দেখতে পাওয়া গিয়েছে এক জুটির কীর্তি না নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার ৷ এখনকার বিয়ের ক্ষেত্রেও অনেক কিছু সংযুক্ত হয়েছে ৷ বিয়ের আগে ফটোশ্যুট, সঙ্গীত, মেহেন্দি, ছাড়া আর যা যা আগে ছিল তা আছেই ৷ যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সার্কাস ছাড়া আর কিছুই নয় ৷ এখানে বরের অবস্থা খারাপ হয়েছে শুধু তাই নয় তাঁর সঙ্গে সঙ্গে চিত্রগ্রাহকেও অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে ৷
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটি কোনও মন্দিরে শ্যুট করা হয়েছে ৷ হবু বরকনে ছবি তুলতে পৌঁছেছেন ৷ এই ছবিতে হবু বর এক আলাদা পোজে রয়েছেন যেখানে বউ সোজা হয়ে দাঁড়িয়ে আছেন বর সেখানে উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ মাথা নিচের দিকে করে বা পা উপরের দিকে করে রেখেছেন যা দেখে সাধারণ মানুষ অত্যন্ত মজা পেয়েছেন ৷ এক্কেপারে উল্টে আছেন হবু বর ৷ হবু স্ত্রী হবু বরের সামনে দাঁড়িয়ে নাচছেন এই ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
দক্ষিণ ভারতীয় এই জুটির প্রি ওয়েডিং ভিডিও শ্যুট বর্তমানে কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া ৷ টল ড্রিম (Tall_Dream) নামক এক ইউজার তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করেছেন ৷ প্রায় ৯ হাজারেরও বেশি মানুষ ভিডিওটিকে লাইক করেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Groom Bride Video: বিয়ের আগেই এমন মু্দ্রায় বর ছবি তুললেন! কনেও সব রেকর্ড চুরমার করলেন, ভিডিওতে তোলপাড় চারিদিকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement