Ashiqui Fame Anu Aggarwal: ২৯ দিন কোমা! স্মৃতি বিভ্রাট, একটি দুর্ঘটনাই জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে, নব্বইয়ের দশকের সুপারহিট নায়িকা আজ কেমন আছেন?

Last Updated:

Anu Aggarwal: নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট নায়িকার জীবনের বড়সড় পরিবর্তন কেড়ে নিয়েছে জীবন থেকে সমস্ত কিছুই

অনু আগরওয়াল ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
অনু আগরওয়াল ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
#মুম্বই: নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট ছবি আশিকি (Ashiqui) এই ছবির গান আজও প্রতিটি মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যায় ৷ এই ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী অনু আগরওয়াল (Anu Aggarwal) যিনি এই ছবির নায়িকাও বটে ৷ সেই ছবি থেকে অনু আগরওয়ালের অনুরাগীর সংখ্যা বাড়তে শুরু করে হু হু করে ৷ কিন্তু সেই অনু আগরওয়ালকে চিনতে পারাটা অত্যন্ত মুশকিল ৷
advertisement
কেননা দেখতে এতটাই বদলে গিয়েছেন তিনি ৷ অনু আগরওয়াল বিগত কয়েক বছর ধরেই পর্দার আড়ালেই আছেন ৷ ১৯৯৯ সালে এক দুর্ঘটনায় জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে অনু আগরওয়ালের ৷ অনু সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় এই দুর্ঘটনার বিষয়টি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ৷ অত্যন্ত ভয়বহ দুর্ঘটনা ৷ এই দুর্ঘটনার ফলে না অনু আগরওয়ালের সম্মৃতি চলে গিয়েছে ২৯ দিন কোমাতেও ছিলেন তিনি ৷ অনু আগরওয়াল তাঁর বই 'Anusual' Memoir of a girl, who came back from the death যেখানে অনু আগরওয়াল তাঁর জীবনের সমস্ত যন্ত্রণার কাহিনি বর্ণিত করেছেন ৷
advertisement
আরও পড়ুন: Bangla serial TRP : 'মিঠাই' কি পারল নিজের জায়গা ফিরে পেতে? 'গাঁটছড়া'-র রেটিং পয়েন্ট অবাক করবে
শেষবারের মত অনু আগরওয়াল ১৯৯৬ সালে রিটার্ন অফ জুয়েলথিব ছবিতে অভিনয় করেছিলেন ৷ অনু তাঁর ৭ বছরের কেরিয়ারে হিন্দির সঙ্গে সঙ্গে তামিল ছবিতেও অভিনয় করেছেন ৷ এখানেও শেষ নয় তিনি টিভি-তেও অভিনয় করেছিলেন ৷ ভারতীয় চলচ্চিত্র তো বটেই পরিচালক মহেশ ভাটের জীবনের অন্যতম সেরা ছবি আশিকি (Ashiqui), এর রিমেক আশিকি ২ (Ashiqui 2) বেশ ভালই সারা ফেলেছিল ৷ যেখানে শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর অভিনয় করেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ashiqui Fame Anu Aggarwal: ২৯ দিন কোমা! স্মৃতি বিভ্রাট, একটি দুর্ঘটনাই জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে, নব্বইয়ের দশকের সুপারহিট নায়িকা আজ কেমন আছেন?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement