Ashiqui Fame Anu Aggarwal: ২৯ দিন কোমা! স্মৃতি বিভ্রাট, একটি দুর্ঘটনাই জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে, নব্বইয়ের দশকের সুপারহিট নায়িকা আজ কেমন আছেন?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Anu Aggarwal: নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট নায়িকার জীবনের বড়সড় পরিবর্তন কেড়ে নিয়েছে জীবন থেকে সমস্ত কিছুই
#মুম্বই: নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট ছবি আশিকি (Ashiqui) এই ছবির গান আজও প্রতিটি মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যায় ৷ এই ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী অনু আগরওয়াল (Anu Aggarwal) যিনি এই ছবির নায়িকাও বটে ৷ সেই ছবি থেকে অনু আগরওয়ালের অনুরাগীর সংখ্যা বাড়তে শুরু করে হু হু করে ৷ কিন্তু সেই অনু আগরওয়ালকে চিনতে পারাটা অত্যন্ত মুশকিল ৷
advertisement
কেননা দেখতে এতটাই বদলে গিয়েছেন তিনি ৷ অনু আগরওয়াল বিগত কয়েক বছর ধরেই পর্দার আড়ালেই আছেন ৷ ১৯৯৯ সালে এক দুর্ঘটনায় জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে অনু আগরওয়ালের ৷ অনু সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় এই দুর্ঘটনার বিষয়টি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ৷ অত্যন্ত ভয়বহ দুর্ঘটনা ৷ এই দুর্ঘটনার ফলে না অনু আগরওয়ালের সম্মৃতি চলে গিয়েছে ২৯ দিন কোমাতেও ছিলেন তিনি ৷ অনু আগরওয়াল তাঁর বই 'Anusual' Memoir of a girl, who came back from the death যেখানে অনু আগরওয়াল তাঁর জীবনের সমস্ত যন্ত্রণার কাহিনি বর্ণিত করেছেন ৷
advertisement
আরও পড়ুন: Bangla serial TRP : 'মিঠাই' কি পারল নিজের জায়গা ফিরে পেতে? 'গাঁটছড়া'-র রেটিং পয়েন্ট অবাক করবে
শেষবারের মত অনু আগরওয়াল ১৯৯৬ সালে রিটার্ন অফ জুয়েলথিব ছবিতে অভিনয় করেছিলেন ৷ অনু তাঁর ৭ বছরের কেরিয়ারে হিন্দির সঙ্গে সঙ্গে তামিল ছবিতেও অভিনয় করেছেন ৷ এখানেও শেষ নয় তিনি টিভি-তেও অভিনয় করেছিলেন ৷ ভারতীয় চলচ্চিত্র তো বটেই পরিচালক মহেশ ভাটের জীবনের অন্যতম সেরা ছবি আশিকি (Ashiqui), এর রিমেক আশিকি ২ (Ashiqui 2) বেশ ভালই সারা ফেলেছিল ৷ যেখানে শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর অভিনয় করেছেন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2022 5:10 PM IST