Bappi Lahiri-র প্রয়াণের পরে ছেলে Bappa Lahiri বাবা সম্পর্কে দিলেন এই বড় বয়ান
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Bollywood: বাপ্পি লাহিড়ি ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে এক বিরলতম প্রতিভা
#মুম্বই: ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি প্রয়াত (Disco KIng Bappi Lahiri died) ৷ ১৫ তারিখ জীবনাবসান হয়েছে বলিউডের এই কিংবদন্তির ৷ হঠাৎ করে তাঁর প্রয়াণে ৷ পরিবার তৎসহ বলিউড জুড়ে নেমেছে শোকের ছায়া ৷ তবে শুধুই বলিউডেই নয় সারা বিশ্বজুড়ে যেখানে যেখানে সঙ্গীতের আবহ আছে সেখানেই বাপ্পি লাহিড়িকে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারা যায় যে বাপ্পি লাহিড়িকে (Bappi Lahiri) কত মানুষ মিস করছেন ৷
advertisement
শোকের সাগরে এখনও ডুবে আছেন চেলে বাপ্পা লাহিড়ি ও মেয়ে রেমা লাহিড়ি ৷ সম্প্রতি বাপ্পা লাহিড়ি বাবার শেষদিনের কথা স্মরণ করে জানিয়েছেন পরিবারের সবাই কতখানি তাঁর বাবা বাপ্পি লাহিড়িকে মিস করছেন ৷ বাবার প্রয়াণের পরে বাপ্পা লাহিড়ি ইটাইমসকে জানিয়েছেন আজও তাঁর কানে বাবার আওয়াজ শুনতে পারছেন ৷ বাবা যেন ডাকছে তাঁকে ৷ কোনও ভাবেই যেন ব্যাখ্যা করা সম্ভব নয় বাপ্পি লাহিড়ির প্রয়াণ ৷
advertisement
আরও পড়ুন: Hrithik Roshan | Saba Azad : গত তিন মাস ধরে গোপনে সম্পর্ক রাখছেন হৃতিক-সাবা! প্রথম দেখা কোথায়, ফাঁস প্রেমের গল্প
বলিউডে সঙ্গীতের একটি নতুন ট্রেন্ড সেট করেছিলেন প্রয়াত এই কিংবদন্তি তারকা ৷ বাপ্পা আরও জানিয়েছেন বাপ্পি লাহিড়ি একজন ধার্মিক মানুষ তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন ৷ নানা রকমের পুজোপাঠে অংশ নিতে করতেন উপবাসও ৷ বাপ্পি লাহিড়ির সুরের জাদুদে প্রতিটি বর্গের মানুষ একে অপরের সঙ্গে সর্বত্রই সংযুক্ত থাকত ৷ বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Demise) প্রয়াণের আগের একমাস হাসপাতালে ভর্তি ছিলেন ৷ ১৪ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন আর ১৫ ফেব্রুয়ারি হঠাৎ শরীর খারাপ হয় তার পরেই সব শেষ ৷
advertisement
আরও পড়ুন: Hrithik Roshan|Saba Azad: এতদিন ডেট করার পরে অবশেষে! হৃতিকের ফের বিয়ের ফুল ফুটল, পাত্রী কে . . .?
লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar Demise) পরে সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee Demise) তারপরে বাপ্পি লাহিড়ির প্রয়াণ স্বাভাবিক ভাবেই গভীর শোকের পরিবেশের সৃষ্টি করেছে ৷ কিন্তু এখন ভারতীয়রা বুঝে উঠতে পারছেন না কীভাবে এই শূন্যস্থান পূরণ হবে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2022 7:25 PM IST