Hrithik Roshan|Saba Azad: এতদিন ডেট করার পরে অবশেষে! হৃতিকের ফের বিয়ের ফুল ফুটল, পাত্রী কে . . .?

Last Updated:

Hrithik Roshan: হৃতিক রোশন বিয়ে করতে চলেছেন সাবা আজদকে এমনই গুঞ্জন চলছে বলিউডে

হৃতিক রোশন ৷ ফাইল ছবি ৷
হৃতিক রোশন ৷ ফাইল ছবি ৷
#মুম্বই: বলিউডের অন্যতম সুপারস্টার হৃতিক রোশন (Hrithik Roshan) এবার সোশ্যাল মিডিয়ায় খবরের শিরোনামে কেননা তিনি তাঁর ব্যক্তিগত জীবন এসেছে চর্চায় ৷ বিগত বেশ কিছুদিন ধরেই হৃতিক রোশন (Hrithik Roshan) ডেট করছেন সাবা আজাদের (Saba Azad) সঙ্গে ৷ এরপরেই এই দুই তারকার রিলেশনশিপ নিয়ে নানান কথা প্রকাশ্যে আসছে ৷ যদিও হৃতিক ও সাবা আজাদ কেউ তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ৷ Bollywood Life সূত্রে জানতে পারা গিয়েছে এই রিলেশন নিয়ে হৃতিক রোশন (Hrithik Roshan) অত্যন্ত সিরিয়াস ৷
advertisement
advertisement
শুনতে পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি সাবার সঙ্গে সাত পাকে বাধা পড়তে চলেছেন ৷ আসলে হৃতিক রোশন ও সাবা আজাদ (Saba Azad) তাঁদের এই সম্পর্ক নিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন ৷ বিয়ের নানান পরিকল্পনা চলছে ৷ তবে এ নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত ৷ তবে বিভিন্ন সূত্রে জানতে পরা যাচ্ছে হৃতিক সাবাকে বিয়ে করার মুডে আছেন ৷ তবে ধীর গতিতে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান তিনি ৷
advertisement
তাঁদের সম্পর্ক সংবাদ মাধ্যমের থেকে দূরে রাখতে চাইছেন হৃতিক রোশন (Hrithik Roshan) ৷ তবে ফারহান আখতার ও শিবানী আখতারের মতই ছোট করে অনুষ্ঠান হবে ৷ সম্প্রতি সাবা আজাদকে রোশন পরিবারের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে ৷ সাবা হৃতিকের পুরো পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন ৷ সেই সময়ের কিছু ছবি হৃতিকের কাকা রাজেশ রোশন তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ এই ছবিতে হৃতিক মন্তব্যও করেছেন ৷ হৃতিকের পরে সাবা আজাদও ছবিতে রিঅ্যাকশন দিয়েছেন ৷
advertisement
আরও পড়ুন: Shani Uday: গ্রহরাজের কৃপায় আগামিকাল থেকেই ভোলবদল হতে চলেছে এই ৬ রাশির! চাকরিতে পদোন্নতি-ব্যবসায় বিপুল টাকা, যা ধরবেন তাই সোনা
সাবা মন্তব্য করেছেন বেস্টেস্ট সানডে অর্থাৎ অন্যতম সেরা রবিবার ৷ অন্যদিকে হৃতিককে তাঁর পরিবর্তী ছবি বিক্রম বেধাতে অভিনয় করতে দেখা যাবে ৷ কয়েক সপ্তাহ আগেই এই ছবিতে হৃতিকের কেমন লুক হবে তা দেখতে পাওয়া গিয়েছিল ৷ এই ছবিতে হৃতিক রোশনকে (Hrithik Roshan) দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখতে পাওয়া যাবে ৷ তবে সাবা আজাদের (Saba Azad) ওয়েব সিরিজ রকেট বয়েজ লঞ্চ হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hrithik Roshan|Saba Azad: এতদিন ডেট করার পরে অবশেষে! হৃতিকের ফের বিয়ের ফুল ফুটল, পাত্রী কে . . .?
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement