Anu Kapoor on Priyanka Chopra: অভিনয়ে সাবলীল প্রিয়াঙ্কা অনু কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি তুলেছিলেন, কেন জানেন?

Last Updated:

সেই অনু কাপুরের সঙ্গেই একবার তীব্র বিবাদে জড়িয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Anu Kapoor on Priyanka Chopra)।

Anu Kapoor on Priyanka Chopra
Anu Kapoor on Priyanka Chopra
#মুম্বই: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেতা অনু কাপুর। ১৯৭৯ সালে 'কালা পাত্থর' ছবিতে বলি অভিষেক করেছিলেন তিনি। এর পর বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনু কাপুরকে। ভিলেন থেকে কমেডি-- নানা চরিত্রের খোলসে নিজেকে রেখে দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি। সেই অনু কাপুরের সঙ্গেই একবার তীব্র বিবাদে জড়িয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Anu Kapoor on Priyanka Chopra)। ২০১১ সালে প্রিয়াঙ্কার বিষয়ে একটি মন্তব্য করেই সেই অশান্তির সূত্রপাত (Anu Kapoor on Priyanka Chopra)। তা নিয়ে বিরাট ঝামেলা হয়েছিল দুই অভিনেতার মধ্যে (Anu Kapoor on Priyanka Chopra)।
অ্যায়তরাজ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনু কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। এর পর সাত খুন মাফ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। রাসকিন বন্ডের বিখ্যাত বই 'সুজানস সেভেন হাজব্যান্ড'-এর উপর তৈরি হয়েছিল সাত খুন মাফ ছবিটি। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী হিসেবে সেখানে দেখা গিয়েছিল ইরফান খান, নীল নীতিন মুকেশের মতো আরও অনেককেই। অনু কাপুরও এক স্বামীর চরিত্রে ছিলেন ছবিতে। বলিউডের সূত্রে খবর, ছবির প্রচারের সময়ই অনু কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া বিবাদে জড়িয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: একজিকিউটিভ ডিরেক্টর খুঁজছে SEBI, আজই আবেদন করুন
অনু কাপুর দাবি করেছিলেন, প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সঙ্গে ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। এর কারণ হিসেবে তিনি জানান, অনু কাপুর সুন্দর দেখতে না বলেই কাজ করতে রাজি হননি প্রিয়াঙ্কা। অনু বলেছিলেন, তিনি নায়ক হলে হয়তো প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেন। কারণ, হিরোদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে প্রিয়াঙ্কার কোনও আপত্তি ছিল না।
advertisement
advertisement
আরও পড়ুন: ব্রালেট থেকে উঁকি দিচ্ছে চকচকে চামড়া, ছকভাঙা সাজে অন্য ভূমি!
প্রিয়াঙ্কা চোপড়া এই ঘটনায় ক্ষুব্ধ হন এবং পাল্টা অনু কাপুরকে আক্রমণ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, তাঁর সহ অভিনেতা যদি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান এবং তার পর এমন নোংরা মন্তব্য করেন, তাহলে তাঁর ওই ধরনের ছবিতেই কাজ করা উচিত। পরে অনু আবার বলেন, তিনি প্রিয়াঙ্কার বিরুদ্ধে এমন কোনও মন্তব্যই করেননি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anu Kapoor on Priyanka Chopra: অভিনয়ে সাবলীল প্রিয়াঙ্কা অনু কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি তুলেছিলেন, কেন জানেন?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement